Ajker Patrika

নালিতাবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নালিতাবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কাওয়াকুড়ি গ্রামে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।  

মৃতরা হলো—ওই গ্রামের ভ্যানচালক আব্দুল হাইয়ের মেয়ে আছিয়া (৬) ও একই গ্রামের ইটভাটা শ্রমিক আবু হানিফার ছেলে সারোয়ার হোসেন (৯)। 

মৃত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, কাওয়াকুড়ি গ্রামের আবু হানিফা সপরিবারে নরসিংদীতে ইটের ভাটায় শ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তাঁরা। গতকাল বিকেলে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে পাশের পুকুরের পানিতে ডুবে যায় ওই দুই শিশু। 

সন্ধ্যা হলেও তাঁরা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে পাশের রফিকুলের পুকুর পাড়ে এক শিশুর গায়ের গেঞ্জি পড়ে থাকতে দেখে। পরে পুকুরের পানিতে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত