গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পাওনা টাকা না দেওয়ায় দুই গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের স্বজনেরা বলছেন, তাদের ওপর বোমা হামলা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত দুই গৃহবধূ হলেন—লক্ষ্মীপুর গ্রামের আবদুস ছালাম ব্যাপারীর স্ত্রী নুরুন্নাহার (৪৫) ও আবু আলম ব্যাপারীর স্ত্রী কুলসুম বেগম (৩০)।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের কবির ঢালীর ছেলে শাওন ঢালী (২২) নামের এক যুবককে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের ঢালীরহাট এলাকার মামুন জমাদ্দার (৫৬) পাওনা টাকা আদায়ের জন্য ৪-৫ জন যুবককে আবদুস সালাম ব্যাপারীর বাড়িতে পাঠায়। এ সময় আবদুস সালাম ব্যাপারীকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রী ও মেয়েকে পাওনা ৫ হাজার টাকা টাকা দিতে বলেন। আবদুস সালাম ব্যাপারীর স্ত্রী নুরুন্নাহার কয়েক দিন পর টাকা দেওয়ার কথা জানান।
টাকা না পাওয়ায় জোরপূর্বক তাঁদের গরু-ছাগল নিয়ে যেতে চাইলে আবদুস সালাম ব্যাপারীর স্ত্রী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাওন ঢালী নুরুন্নাহার ও তাঁর মেয়ে ফাতেমা আক্তারকে মারধর করেন। এ সময় আবদুস সালাম ব্যাপারীর ছোট ভাই আবু আলম ব্যাপারীর স্ত্রী কুলসুম বেগমসহ প্রতিবেশীরা এগিয়ে এলে শাওন ঢালী বোমা হামলা করেছেন বলে দাবি ভুক্তভোগীদের। বোমার আঘাতে নুরুন্নাহার ও কুলসুম বেগমের হাত ও পায়ে জখম হয়।
স্থানীয় ইউপি মেম্বার মো. বসির উদ্দিন আকন আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা আদায়ের জন্য শাওন ব্যাপারীর নেতৃত্বে কয়েকজন যুবক আবদুস সালাম ব্যাপারীর বাড়িতে যায়। বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় এবং পরিবারের লোকজন টাকা দিতে না পারায় তাদের গরু-ছাগল নিয়ে যেতে চায়। আবদুস সালাম ব্যাপারীর স্ত্রী বাধা দিলে শাওন ব্যাপারীসহ অন্য যুবকেরা বোমা হামলা করেন। আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নুরুন্নাহারের স্বামী আবদুস সালাম ব্যাপারী বলেন, ‘লক্ষ্মীপুরের ঢালীরহাট এলাকার মামুন জমাদ্দার পাওনা ৫ হাজার টাকা চাইতে তাঁর আত্মীয় কবির ঢালীর ছেলে শাওন ঢালীর নেতৃত্বে কয়েকজন যুবককে আমার বাড়িতে পাঠায়। টাকা দিতে না পারায় তাঁরা জোরপূর্বক আমার গৃহপালিত গরু-ছাগল নিয়ে যেতে চাই। আমার স্ত্রী-সন্তান ও প্রতিবেশীরা বাঁধা দিলে তাঁরা বোমা হামলা করে।’
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে মামুন জমাদ্দারকে একাধিকবার কল করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর শুনে আহতদের দেখতে পুলিশ হাসপাতালে গিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শাওন নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পাওনা টাকা না দেওয়ায় দুই গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের স্বজনেরা বলছেন, তাদের ওপর বোমা হামলা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত দুই গৃহবধূ হলেন—লক্ষ্মীপুর গ্রামের আবদুস ছালাম ব্যাপারীর স্ত্রী নুরুন্নাহার (৪৫) ও আবু আলম ব্যাপারীর স্ত্রী কুলসুম বেগম (৩০)।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের কবির ঢালীর ছেলে শাওন ঢালী (২২) নামের এক যুবককে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের ঢালীরহাট এলাকার মামুন জমাদ্দার (৫৬) পাওনা টাকা আদায়ের জন্য ৪-৫ জন যুবককে আবদুস সালাম ব্যাপারীর বাড়িতে পাঠায়। এ সময় আবদুস সালাম ব্যাপারীকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রী ও মেয়েকে পাওনা ৫ হাজার টাকা টাকা দিতে বলেন। আবদুস সালাম ব্যাপারীর স্ত্রী নুরুন্নাহার কয়েক দিন পর টাকা দেওয়ার কথা জানান।
টাকা না পাওয়ায় জোরপূর্বক তাঁদের গরু-ছাগল নিয়ে যেতে চাইলে আবদুস সালাম ব্যাপারীর স্ত্রী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাওন ঢালী নুরুন্নাহার ও তাঁর মেয়ে ফাতেমা আক্তারকে মারধর করেন। এ সময় আবদুস সালাম ব্যাপারীর ছোট ভাই আবু আলম ব্যাপারীর স্ত্রী কুলসুম বেগমসহ প্রতিবেশীরা এগিয়ে এলে শাওন ঢালী বোমা হামলা করেছেন বলে দাবি ভুক্তভোগীদের। বোমার আঘাতে নুরুন্নাহার ও কুলসুম বেগমের হাত ও পায়ে জখম হয়।
স্থানীয় ইউপি মেম্বার মো. বসির উদ্দিন আকন আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা আদায়ের জন্য শাওন ব্যাপারীর নেতৃত্বে কয়েকজন যুবক আবদুস সালাম ব্যাপারীর বাড়িতে যায়। বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় এবং পরিবারের লোকজন টাকা দিতে না পারায় তাদের গরু-ছাগল নিয়ে যেতে চায়। আবদুস সালাম ব্যাপারীর স্ত্রী বাধা দিলে শাওন ব্যাপারীসহ অন্য যুবকেরা বোমা হামলা করেন। আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নুরুন্নাহারের স্বামী আবদুস সালাম ব্যাপারী বলেন, ‘লক্ষ্মীপুরের ঢালীরহাট এলাকার মামুন জমাদ্দার পাওনা ৫ হাজার টাকা চাইতে তাঁর আত্মীয় কবির ঢালীর ছেলে শাওন ঢালীর নেতৃত্বে কয়েকজন যুবককে আমার বাড়িতে পাঠায়। টাকা দিতে না পারায় তাঁরা জোরপূর্বক আমার গৃহপালিত গরু-ছাগল নিয়ে যেতে চাই। আমার স্ত্রী-সন্তান ও প্রতিবেশীরা বাঁধা দিলে তাঁরা বোমা হামলা করে।’
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে মামুন জমাদ্দারকে একাধিকবার কল করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর শুনে আহতদের দেখতে পুলিশ হাসপাতালে গিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শাওন নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে