Ajker Patrika

ঢাবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত আবু হুজাইফার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ঢাবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত আবু হুজাইফার

ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ও মানবিকী ইউনিটে ৫৮৫ তম স্থান অধিকার করেছেন সাতক্ষীরার তালার মেধাবী শিক্ষার্থী আবু হুজাইফা সরদার। স্কুলজীবন থেকেই আর্থিক অনটন নিত্যসঙ্গী হওয়ায় চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে এই মেধাবীর। 

আবু হুজাইফা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) ২৪৫ তম স্থান অধিকার করেছেন। তিনি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের দিনমজুর আব্দুল লতিফ সরদার ও রমেছা বেগমের ছেলে। 

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তী পড়ালেখা চালানের খরচ কীভাবে জোগাড় করবে এই শঙ্কায় দিন কাটছে হুজাইফা ও তাঁর পরিবারের। 
 
এলাকাবাসী জানান, হুজাইফার বাবার মাত্র তিন শতাংশ বাড়ির ভিটে ছাড়া কোনো সম্পত্তি নেই। বাবা অন্যের জমিতে কাজ করে দিনশেষে যে টাকা পান সেটা দিয়েই চলে তাঁদের সংসারসহ চিকিৎসা ও লেখাপড়া। আর্থিক সমস্যার কারণে বড় ভাই অনার্স পড়া অবস্থায় আর্থিক অনটনের কারণে পড়ালেখা ছেড়ে দিয়েছে। ছোটকাল থেকেই সহপাঠীদের বই নিয়ে লেখাপড়া চালিয়েছেন। ভর্তির জন্য ২০ থেকে ২৫ হাজার টাকাসহ পরবর্তী লেখাপড়ার খরচ কীভাবে জোগাড় হবে এই শঙ্কায় আছেন হুজাইফা। 

আবু হুজাইফা বলেন, ‘টাকার অভাবে কখনো প্রাইভেট পড়তে পারিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে এক বড় ভাইয়ের সহযোগিতায় খুলনাতে গিয়ে কোচিং সেন্টারে ভর্তির সুযোগ পাই। দীর্ঘ পরিশ্রমের পর আমি রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি। তবে ভর্তির সুযোগ পেলেও ভর্তি ও পরবর্তী লেখাপড়ার খরচ কীভাবে চালাব সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি।’ 

খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েছে। সমাজের বিত্তবানদের কাছে আবু হুজাইফার জন্য সহযোগিতা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ