প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন নিম্ন আদালতে সাজার বিরুদ্ধে আপিল নামঞ্জুর করেছেন আদালত। বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
এসব আপিল মামলা নিষ্পত্তির জন্য ইতিপূর্বে হাইকোর্টের বেঁধে দেওয়া ২৫ সেপ্টেম্বর সময়ের মধ্যেই রায় ঘোষিত হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ।
মামলার বিবরণে জানা যায়, কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে দেওয়া রায়ে ৫০ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। উক্ত রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল মামলা দায়ের করে আসামিপক্ষ। এর মধ্যে আসামি গোলাম রসুল আপিল ২৫/২১, আসামি অ্যাডভোকেট আব্দুস সাত্তার আপিল ২৭/২১, আসামি অ্যাডভোকেট আব্দুস সামাদ আপিল ৩৩/২১ এবং আসামি জহুরুল ইসলাম, শাহাবুদ্দীন, রকিব ও মনিরুল ইসলাম আপিল ৪৩/২১ নম্বর মামলা দায়ের করেন। একই সঙ্গে এসব আসামি দায়রা জজ আদালতে জামিনের আবেদনও করেন। কিন্তু তাঁদের জামিন আবেদন না-মঞ্জুর হওয়ায় উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট আসামিদের জামিন না দিয়ে দায়রা জজ আদালতে তাঁদের দায়েরকৃত ক্রিমিনাল আপিল মামলা ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন। সে অনুযায়ী উল্লেখিত চারটি আপিল মামলা সম্প্রতি দায়রা জজ আদালতে দ্রুততম সময়ের মধ্যে শুনানি সম্পন্ন হয় এবং আজ বুধবার অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের আপিল মামলাটি বাদে বাকি তিনটি মামলায় রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। এ ছাড়া অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের আপিল ২৭/২১ নম্বর মামলাটিতেও তৃতীয় দিনের মতো শুনানির জন্য দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর নিয়োজিত আইনজীবী।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতা–কর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুর ১২টার দিকে তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌঁছালে তাঁকে প্রাণনাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা।

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন নিম্ন আদালতে সাজার বিরুদ্ধে আপিল নামঞ্জুর করেছেন আদালত। বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
এসব আপিল মামলা নিষ্পত্তির জন্য ইতিপূর্বে হাইকোর্টের বেঁধে দেওয়া ২৫ সেপ্টেম্বর সময়ের মধ্যেই রায় ঘোষিত হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ।
মামলার বিবরণে জানা যায়, কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে দেওয়া রায়ে ৫০ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। উক্ত রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল মামলা দায়ের করে আসামিপক্ষ। এর মধ্যে আসামি গোলাম রসুল আপিল ২৫/২১, আসামি অ্যাডভোকেট আব্দুস সাত্তার আপিল ২৭/২১, আসামি অ্যাডভোকেট আব্দুস সামাদ আপিল ৩৩/২১ এবং আসামি জহুরুল ইসলাম, শাহাবুদ্দীন, রকিব ও মনিরুল ইসলাম আপিল ৪৩/২১ নম্বর মামলা দায়ের করেন। একই সঙ্গে এসব আসামি দায়রা জজ আদালতে জামিনের আবেদনও করেন। কিন্তু তাঁদের জামিন আবেদন না-মঞ্জুর হওয়ায় উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট আসামিদের জামিন না দিয়ে দায়রা জজ আদালতে তাঁদের দায়েরকৃত ক্রিমিনাল আপিল মামলা ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন। সে অনুযায়ী উল্লেখিত চারটি আপিল মামলা সম্প্রতি দায়রা জজ আদালতে দ্রুততম সময়ের মধ্যে শুনানি সম্পন্ন হয় এবং আজ বুধবার অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের আপিল মামলাটি বাদে বাকি তিনটি মামলায় রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। এ ছাড়া অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের আপিল ২৭/২১ নম্বর মামলাটিতেও তৃতীয় দিনের মতো শুনানির জন্য দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর নিয়োজিত আইনজীবী।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতা–কর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুর ১২টার দিকে তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌঁছালে তাঁকে প্রাণনাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৫ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে