সাতক্ষীরা প্রতিনিধি

ভোটার তালিকা সংশোধনের নির্দেশনার প্রেক্ষিতে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচন উপলক্ষে প্রণীত তালিকায় যোগ্য অনেক ব্যক্তিকে ভোটার করা হয়নি এমন অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরের পরিচালক গত সোমবার এ চিঠি দেন। চিঠিতে অভিযোগ নিষ্পত্তির পর নির্বাচন করার জন্য বলা হয়েছে।
রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে-জেইন ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রোপ্রাইটর খন্দকার মো. সাজ্জাদুল ইসলাম স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁর নাম নেই। ট্রেড ইউনিয়নের মাসিক চাঁদা বকেয়া থাকায় তাঁর নাম ভোটার তালিকায় ওঠেনি। বকেয়া চাঁদা পরিশোধের বিষয়ে তিনি কোনো পত্র, মেইল বা মোবাইল পাননি। তিনি অফিস কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে বকেয়া ৫ হাজার ২০০ টাকা ব্যাংকের মাধ্যমে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাগারে জমা করেছেন। এখন ট্রেড ইউনিয়নের আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্তির জন্য দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
চিঠিতে আরও বলা হয়েছে-মেসার্স সার্ভিস লাইনের স্বত্বাধিকারী মোছা নাসিমা পারভিন, মেসার্স ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম, মেসার্স সেতু সেন্টারের অংশীদার মো. সহিদুর রহমান, মেসার্স রহমান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. সাজেদুর রহমান, মেসার্স সানমুন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সামছুর রহমান, মেসার্স মো. সাইফুল ইসলামের স্বত্বাধিকারী মোসা রুনা লাইলার স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, তাঁরা ট্রেড ইউনিয়নের বকেয়া সমুদয় টাকা পরিশোধ করেছেন। তাঁরাও আগামী নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্তির জন্য এ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার এইচ এম আরাফাত বলেন, এ ধরনের কোনো পত্র আমরা পাইনি। তবে মৌখিকভাবে জানান পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ১২০ জনের তালিকা প্রদান করেছে। নির্বাচন কমিশন হিসেবে আমরা ওই তালিকাই অনুসরণ করছি। এখন তালিকা সংশোধন করতে হলে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল রোববার অফিস খুললে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

ভোটার তালিকা সংশোধনের নির্দেশনার প্রেক্ষিতে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচন উপলক্ষে প্রণীত তালিকায় যোগ্য অনেক ব্যক্তিকে ভোটার করা হয়নি এমন অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরের পরিচালক গত সোমবার এ চিঠি দেন। চিঠিতে অভিযোগ নিষ্পত্তির পর নির্বাচন করার জন্য বলা হয়েছে।
রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে-জেইন ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রোপ্রাইটর খন্দকার মো. সাজ্জাদুল ইসলাম স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁর নাম নেই। ট্রেড ইউনিয়নের মাসিক চাঁদা বকেয়া থাকায় তাঁর নাম ভোটার তালিকায় ওঠেনি। বকেয়া চাঁদা পরিশোধের বিষয়ে তিনি কোনো পত্র, মেইল বা মোবাইল পাননি। তিনি অফিস কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে বকেয়া ৫ হাজার ২০০ টাকা ব্যাংকের মাধ্যমে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাগারে জমা করেছেন। এখন ট্রেড ইউনিয়নের আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্তির জন্য দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
চিঠিতে আরও বলা হয়েছে-মেসার্স সার্ভিস লাইনের স্বত্বাধিকারী মোছা নাসিমা পারভিন, মেসার্স ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম, মেসার্স সেতু সেন্টারের অংশীদার মো. সহিদুর রহমান, মেসার্স রহমান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. সাজেদুর রহমান, মেসার্স সানমুন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সামছুর রহমান, মেসার্স মো. সাইফুল ইসলামের স্বত্বাধিকারী মোসা রুনা লাইলার স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, তাঁরা ট্রেড ইউনিয়নের বকেয়া সমুদয় টাকা পরিশোধ করেছেন। তাঁরাও আগামী নির্বাচনে প্রণীত ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্তির জন্য এ দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার এইচ এম আরাফাত বলেন, এ ধরনের কোনো পত্র আমরা পাইনি। তবে মৌখিকভাবে জানান পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ১২০ জনের তালিকা প্রদান করেছে। নির্বাচন কমিশন হিসেবে আমরা ওই তালিকাই অনুসরণ করছি। এখন তালিকা সংশোধন করতে হলে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল রোববার অফিস খুললে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
২১ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২৪ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৪১ মিনিট আগে