Ajker Patrika

মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

মাসুদ পারভেজ, কালীগঞ্জ (সাতক্ষীরা)
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২: ০৪
মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কালীগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের কাঁকশিয়ালী সেতুসংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাশের মহাসড়কে সুশাসনের জন্য নাগরিক–সুজন, জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন পালিত হয়। 

সুশাসনের জন্য নাগরিক—সুজনের উপজেলা কমিটির সহসভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। 

এ সময় উপস্থিত ছিলেন সুজনের সদস্য ও সাংবাদিক এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, জাহাঙ্গীর হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের আনিসুর রহমানসহ অন্যান্য সদস্য। এ ছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ডাক্তার পতিরাম মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাষ চন্দ্র মণ্ডল, তাপস কুমার, চণ্ডীচরণ মণ্ডল, তারক সরকার, সিদাম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন তাঁরা। সংখ্যালঘুদের ওপর নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত