Ajker Patrika

প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়ের ঘটনায় পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেপ্তার 

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩: ৫১
প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়ের ঘটনায় পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেপ্তার 

রংপুরে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে জিম্মি করে টাকা আদায়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রংপুর নগরীর ঠিকাদারপাড়ার বিকন মোড় এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম কানিজ ফাতিমা আনিসা (৩৬)। তিনি পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত হাবিবুর রহমানের স্ত্রী। 

হোসেন আলী জানান, সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় ও টর্চার সেলে নির্যাতনের অভিযোগে গত ২ জানুয়ারি রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকার বাড়ি থেকে শাহারুখ করিম অনিক (৩৪) ও তাঁর স্ত্রী আসমানী আক্তারকে (২৪) গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে কানিজ ফাতিমা আনিসার নাম উঠে আসে। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাঁকে বিকন মোড় এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত