Ajker Patrika

বাঁচানো গেল না বিরল প্রজাতির নীলগাইটিকে

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ২০
বাঁচানো গেল না বিরল প্রজাতির নীলগাইটিকে

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার মিনাপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ধূসর রঙ্গের পুরুষ নীলগাই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় কাঁটাতারের খোঁচায় প্রাণীটির শরীর মারাত্মক জখম হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে পরে মারা যায় নীলগাইটি। 

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাইটি দেখতে পান। পরে আহত অবস্থায় তাঁরা প্রাণীটিকে উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন। 

আহত নীলগাইটিকে সুস্থ করে তুলতে বিজিবি ক্যাম্পে ছুটে যান হরিপুর প্রাণিসম্পদ বিভাগের টেকনিশিয়ান (এআই) আব্দুল জলিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাণীটির সমস্ত শরীরে মারাত্মক জখম রয়েছে। পেছনের বাম পায়ের খুরের একটি অংশ নেই। সামনের ডান পা ও নাকের চামড়া ছিঁড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ধীরে ধীরে নিস্তেজ হয়ে প্রাণীটি মারা যায়। প্রাণীটিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় প্রাণীটির শরীরে সীমান্তের তারকাঁটার ধারালো সুচালো লোহাজাতীয় এমন কিছুর আঘাত লাগে, যার কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। 

তিনি বলেন, নীলগাই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী। গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণবিশেষ প্রাণী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, নীলগাই উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই বিজিবি সদস্যরা প্রাণীটিকে তাঁদের ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত