বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

নাশকতার মামলায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার আসামিরা দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন–ঘোড়াঘাট পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম খন্দকার, যুগ্ম-আহ্বায়ক রায়হান মিয়া, উপজেলা ছাত্রদলের নেতা সোহেল প্রধান ও পৌর বিএনপির সদস্য মিলন মিয়া। সবাই নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলা সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বিএনপি নেতা মাহফুজার রহমান লাভলুর চাঁতাল থেকে বিএনপি-জামায়াতের তিন নেতা কর্মীকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর উপজেলার পালশা ইউনিয়নের পালশা গ্রামের বাসিন্দা শেখ বদিউজ্জামান (৫৪) বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেন, মামলা নম্বর-৯। মামলায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ ৪২ জনকে আসামি করা হয়। মামলায় থানা–পুলিশ ১৫টি ককটেল সাদৃশ্য বস্তুসহ ১০টি লোহার রড ও ৩৫টি বাঁশের লাঠি উদ্ধার দেখায়।
ওই মামলায় মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার কয়েকজন উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তাদের অস্থায়ী জামিন প্রদান করেন। অস্থায়ী জামিনের মেয়াদ শেষ হওয়ায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার আরও দুই আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম ও রায়হান আজ (রোববার) দিনাজপুরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
একইদিন নাশকতার পৃথক আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে ঘোড়াঘাট পৌর বিএনপি নেতা মিলন মিয়া ও ছাত্রদল নেতা সোহেল প্রধান। আদালত তাদের জামিন আবেদনও খারিজ করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘কোর্ট পুলিশ সূত্রে জানতে পেরেছি, ঘোড়াঘাট পৌরসভার মেয়রসহ নাশকতার পৃথক দুটি মামলার ৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে বিজ্ঞ বিচারিক আদালত আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।’

নাশকতার মামলায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার আসামিরা দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন–ঘোড়াঘাট পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম খন্দকার, যুগ্ম-আহ্বায়ক রায়হান মিয়া, উপজেলা ছাত্রদলের নেতা সোহেল প্রধান ও পৌর বিএনপির সদস্য মিলন মিয়া। সবাই নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলা সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বিএনপি নেতা মাহফুজার রহমান লাভলুর চাঁতাল থেকে বিএনপি-জামায়াতের তিন নেতা কর্মীকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর উপজেলার পালশা ইউনিয়নের পালশা গ্রামের বাসিন্দা শেখ বদিউজ্জামান (৫৪) বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেন, মামলা নম্বর-৯। মামলায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ ৪২ জনকে আসামি করা হয়। মামলায় থানা–পুলিশ ১৫টি ককটেল সাদৃশ্য বস্তুসহ ১০টি লোহার রড ও ৩৫টি বাঁশের লাঠি উদ্ধার দেখায়।
ওই মামলায় মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার কয়েকজন উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তাদের অস্থায়ী জামিন প্রদান করেন। অস্থায়ী জামিনের মেয়াদ শেষ হওয়ায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার আরও দুই আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম ও রায়হান আজ (রোববার) দিনাজপুরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
একইদিন নাশকতার পৃথক আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে ঘোড়াঘাট পৌর বিএনপি নেতা মিলন মিয়া ও ছাত্রদল নেতা সোহেল প্রধান। আদালত তাদের জামিন আবেদনও খারিজ করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘কোর্ট পুলিশ সূত্রে জানতে পেরেছি, ঘোড়াঘাট পৌরসভার মেয়রসহ নাশকতার পৃথক দুটি মামলার ৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে বিজ্ঞ বিচারিক আদালত আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে