দিনাজপুর প্রতিনিধি

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২১ মৌসুমে চাল সরবরাহ না করায় দিনাজপুরে ২৫৪টি চালকলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় চুক্তি করে আংশিক চাল সরবরাহ করায় ১৬টি মিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) বরাবর পাঠানো চিঠিতে (স্মারক নম্বর—১৩.০০. ০০০০.০৪৩. ৩৫.০০১. ২১.১৯৫) লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই চিঠিতে চাল সরবরাহ না করা চালকলগুলোর বিরুদ্ধে চার স্তরের শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়।
প্রথমত, এতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি এমন মিলের ব্যাপারে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগ বরাবর চিঠি পাঠানোর কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, চুক্তি করেছে কিন্তু কোনো চাল সরবরাহ করেননি এমন মিলের জামানত বাজেয়াপ্তসহ যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। তৃতীয়ত, চুক্তির পরিমাণের ৮০ শতাংশ কিংবা তদূর্ধ্ব পরি মান চাল সরবরাহকারী মিলে বিশেষ বিবেচনায় জামানত অবমুক্তকরণের কথা বলা হয়েছে। চতুর্থত, চুক্তির পরিমাণের ৮০ শতাংশের কম সরবরাহকারী এমন মিলে বিশেষ বিবেচনায় সরবরাহকৃত চালের আনুপাতিক হারে জামানত বাজেয়াপ্ত করতে বলা হয়েছে।
উল্লেখিত চিঠির সঙ্গে লাইসেন্স বাতিলের জন্য মিলের নাম উল্লেখ করে একটি তালিকা প্রদান করা হয়। এ তালিকায় দিনাজপুরের ২৭০টি মিলের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এস. এম. সাইফুল ইসলাম বলেন, খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দিনাজপুরের ২৪৭টি মিলের লাইসেন্স বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কমিটির সভাপতি জেলা প্রশাসকের সঙ্গে সভা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া চুক্তি করেও চাল না দেওয়ায় ৭টি চালকলের জামানত বাজেয়াপ্তসহ লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আংশিক চাল সরবরাহ করেছেন এমন ১৬টি মিলের বিরুদ্ধে পত্র অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মো. মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত বোরো মৌসুমে দিনাজপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ বেশি চাল সংগ্রহ করা হয়েছে। মিল মালিকদের আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে। আর সবার সক্ষমতা সমান নয়, অনেকেরই আর্থিক সমস্যা থাকায় তারা চাল সরবরাহ করতে পারেনি। তাই তাদের অক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে কাউকে শাস্তি না দিলে সবাই খুশি থাকবে।

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২১ মৌসুমে চাল সরবরাহ না করায় দিনাজপুরে ২৫৪টি চালকলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় চুক্তি করে আংশিক চাল সরবরাহ করায় ১৬টি মিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) বরাবর পাঠানো চিঠিতে (স্মারক নম্বর—১৩.০০. ০০০০.০৪৩. ৩৫.০০১. ২১.১৯৫) লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই চিঠিতে চাল সরবরাহ না করা চালকলগুলোর বিরুদ্ধে চার স্তরের শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়।
প্রথমত, এতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি এমন মিলের ব্যাপারে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগ বরাবর চিঠি পাঠানোর কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, চুক্তি করেছে কিন্তু কোনো চাল সরবরাহ করেননি এমন মিলের জামানত বাজেয়াপ্তসহ যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। তৃতীয়ত, চুক্তির পরিমাণের ৮০ শতাংশ কিংবা তদূর্ধ্ব পরি মান চাল সরবরাহকারী মিলে বিশেষ বিবেচনায় জামানত অবমুক্তকরণের কথা বলা হয়েছে। চতুর্থত, চুক্তির পরিমাণের ৮০ শতাংশের কম সরবরাহকারী এমন মিলে বিশেষ বিবেচনায় সরবরাহকৃত চালের আনুপাতিক হারে জামানত বাজেয়াপ্ত করতে বলা হয়েছে।
উল্লেখিত চিঠির সঙ্গে লাইসেন্স বাতিলের জন্য মিলের নাম উল্লেখ করে একটি তালিকা প্রদান করা হয়। এ তালিকায় দিনাজপুরের ২৭০টি মিলের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এস. এম. সাইফুল ইসলাম বলেন, খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দিনাজপুরের ২৪৭টি মিলের লাইসেন্স বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কমিটির সভাপতি জেলা প্রশাসকের সঙ্গে সভা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া চুক্তি করেও চাল না দেওয়ায় ৭টি চালকলের জামানত বাজেয়াপ্তসহ লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আংশিক চাল সরবরাহ করেছেন এমন ১৬টি মিলের বিরুদ্ধে পত্র অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মো. মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত বোরো মৌসুমে দিনাজপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ বেশি চাল সংগ্রহ করা হয়েছে। মিল মালিকদের আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে। আর সবার সক্ষমতা সমান নয়, অনেকেরই আর্থিক সমস্যা থাকায় তারা চাল সরবরাহ করতে পারেনি। তাই তাদের অক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে কাউকে শাস্তি না দিলে সবাই খুশি থাকবে।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৬ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৯ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
২৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে