Ajker Patrika

তারাগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

রংপুর প্রতিনিধি
আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। ছবি: আজকের পত্রিকা
আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকারচালী ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই গ্রামের বাসিন্দা রাসায়নিক সার ডিলার সাকলাইন প্রামাণিক ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে রেখে আলমারির তালা ভেঙে নগদ ২৫ লাখ টাকা এবং প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

সাকলাইন জানান, গভীর রাতে ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ পান। দরজা খুলতেই অস্ত্রধারী পাঁচ-ছয়জন ডাকাত তাঁকে জিম্মি করে হাত বেঁধে ফেলে। পরে তাঁকে দিয়ে তাঁর মায়ের ঘরের দরজায় কড়া নাড়ানো হয়। তাঁর মা গোলাপী বেগম দরজা খোলার পর তাঁকেও একইভাবে বেঁধে ফেলে ডাকাতেরা। এরপর তাঁর বোন মাসুমাকেও রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এ সময় ডাকাতেরা ঘরের দুটি আলমারিতে থাকা সার বিক্রির ২৫ লাখ টাকা এবং স্ত্রী-স্বজনদের ব্যবহৃত প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভোর পর্যন্ত কেউ কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ করে তাঁদের বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন। সাকলাইন ইকারচালী ইউনিয়নের প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক প্রামাণিকের ছেলে।

সাকলাইন বলেন, ‘অস্ত্রের মুখে হাত-পা বেঁধে আমাদের ২৫ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণের জিনিস নিয়ে গেছে ডাকাতেরা। প্রায় ৮০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ এসেছিল। আমরা মামলা করব।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত