রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকারচালী ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই গ্রামের বাসিন্দা রাসায়নিক সার ডিলার সাকলাইন প্রামাণিক ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে রেখে আলমারির তালা ভেঙে নগদ ২৫ লাখ টাকা এবং প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
সাকলাইন জানান, গভীর রাতে ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ পান। দরজা খুলতেই অস্ত্রধারী পাঁচ-ছয়জন ডাকাত তাঁকে জিম্মি করে হাত বেঁধে ফেলে। পরে তাঁকে দিয়ে তাঁর মায়ের ঘরের দরজায় কড়া নাড়ানো হয়। তাঁর মা গোলাপী বেগম দরজা খোলার পর তাঁকেও একইভাবে বেঁধে ফেলে ডাকাতেরা। এরপর তাঁর বোন মাসুমাকেও রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এ সময় ডাকাতেরা ঘরের দুটি আলমারিতে থাকা সার বিক্রির ২৫ লাখ টাকা এবং স্ত্রী-স্বজনদের ব্যবহৃত প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভোর পর্যন্ত কেউ কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ করে তাঁদের বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন। সাকলাইন ইকারচালী ইউনিয়নের প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক প্রামাণিকের ছেলে।
সাকলাইন বলেন, ‘অস্ত্রের মুখে হাত-পা বেঁধে আমাদের ২৫ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণের জিনিস নিয়ে গেছে ডাকাতেরা। প্রায় ৮০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ এসেছিল। আমরা মামলা করব।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকারচালী ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই গ্রামের বাসিন্দা রাসায়নিক সার ডিলার সাকলাইন প্রামাণিক ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে রেখে আলমারির তালা ভেঙে নগদ ২৫ লাখ টাকা এবং প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
সাকলাইন জানান, গভীর রাতে ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ পান। দরজা খুলতেই অস্ত্রধারী পাঁচ-ছয়জন ডাকাত তাঁকে জিম্মি করে হাত বেঁধে ফেলে। পরে তাঁকে দিয়ে তাঁর মায়ের ঘরের দরজায় কড়া নাড়ানো হয়। তাঁর মা গোলাপী বেগম দরজা খোলার পর তাঁকেও একইভাবে বেঁধে ফেলে ডাকাতেরা। এরপর তাঁর বোন মাসুমাকেও রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এ সময় ডাকাতেরা ঘরের দুটি আলমারিতে থাকা সার বিক্রির ২৫ লাখ টাকা এবং স্ত্রী-স্বজনদের ব্যবহৃত প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভোর পর্যন্ত কেউ কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ করে তাঁদের বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন। সাকলাইন ইকারচালী ইউনিয়নের প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক প্রামাণিকের ছেলে।
সাকলাইন বলেন, ‘অস্ত্রের মুখে হাত-পা বেঁধে আমাদের ২৫ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণের জিনিস নিয়ে গেছে ডাকাতেরা। প্রায় ৮০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ এসেছিল। আমরা মামলা করব।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৩৩ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৩৯ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে