Ajker Patrika

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবি
শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রামদেব বিএল উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে প্রতিষ্ঠানটির প্রধানের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মো. শফিকুল ইসলাম। মানববন্ধনে তাঁকে অপসারণ করার দাবিও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষকের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি দীর্ঘদিনের। এ সময় বক্তারা বিদ্যালয়ে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর; অর্থের হিসাবনিকাশে গরমিল; বিদ্যালয়ের মাঠে ধান চাষ; মসজিদ নির্মাণের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ; বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়া; বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ তোলেন।

বক্তারা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ওয়াশরুমের তীব্র সংকট। শিক্ষকদের টাইমস্কেল ও কোর্ড পরিবর্তনে প্রধান শিক্ষকের টালবাহানা। আর এসব কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত এ প্রধান শিক্ষকের অপসারণের দাবিও তোলেন বক্তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়েন। এতে সুন্দরগঞ্জ-রংপুর সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীবাহী যানবাহনের যাত্রীরা।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘মানববন্ধনে আমাকে জড়িয়ে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আসল বিষয় হলো, স্বার্থান্বেষী মহলের কিছু লোক কমিটিতে আসতে চাচ্ছেন। এতে রাজি না হওয়ায় তাঁরা এ মানববন্ধন করিয়েছেন আমার বিরুদ্ধে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত