বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বাংলাদেশের মানুষ মিশর বলতেই মনে করেন নীলনদ, পিরামিড আর ফেরাউনের দেশ। অনেকেই হয়তো আরেকটু এগিয়ে মিসরকে রানি ক্লিওপেট্রার দেশ হিসেবেও চেনেন। সেই দেশেরই এক তরুণী এক বাংলাদেশি যুবকের হৃদয়ের ক্লিওপেট্রা হয়ে উঠেছেন। ২০১৮ সালে নিজেদের ভালোবাসার পূর্ণতা দিতেই মিসরীয় নুরহানকে (২২) বিয়ে করেন বাংলাদেশি যুবক শমসের।
মরুর দেশ মিসরের কন্যা নুরহানকে নদীমাতৃক বাংলাদেশ দেখাতেই গত ১০ জুলাই ২ সন্তান নিয়ে ২ মাসের ছুটিতে দেশে ফেরেন শমসের। ভিনদেশি বধূ ঘরে আসায় খুশির আমেজ বিরাজ করছে শমসেরের পরিবারে। মিসরীয় তরুণী আসার খবরে আশপাশের এলাকার মানুষের পদচারণায় মুখরিত শমসেরের বাড়ির আঙিনা।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের অর্জনুহার গ্রামের কৃষক বাদশা মিয়ার ছেলে শমসের ২০০৮ সালে কাজের উদ্দেশ্যে মিসর যান। দেশটির গিজা এলাকায় একটি কারখানায় কাজ শুরু করেন তিনি। দীর্ঘ ১০ বছর দেশটিতে কাটিয়ে মায়ার বাঁধনে পড়ে যান তিনি। ২০১৮ সালে একটি গার্মেন্টস কারখানায় কাজের সুবাদে কায়রোর মানসাইয়া এলাকার আলী জাকীর কন্যা নুরহানের (২২) সঙ্গে পরিচয় হয় শমসেরের। পরিচয়ের দুই মাসের মাথায় নুরহানের পরিবারের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
ইতিমধ্যে শমসের ও নুরহানের সংসারে জন্ম নিয়েছে দুই সন্তান। বড় মেয়ের বয়স ৩ বছর, নাম রাখা হয়েছে রুকাইয়া এবং ছেলে মো. ইয়াসিন ১১ মাস বয়সী।
শমসের জানালেন, স্ত্রী নুরাহন এবং দুই সন্তান নিয়ে বেশ সুখেই আছেন তিনি। পিরামিডের দেশ মিশরের রাজধানী কায়রো শহরে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নিজস্ব গার্মেন্টস। আবারও সেখানে ফেরার ইচ্ছা তাঁর।

বাংলাদেশের মানুষ মিশর বলতেই মনে করেন নীলনদ, পিরামিড আর ফেরাউনের দেশ। অনেকেই হয়তো আরেকটু এগিয়ে মিসরকে রানি ক্লিওপেট্রার দেশ হিসেবেও চেনেন। সেই দেশেরই এক তরুণী এক বাংলাদেশি যুবকের হৃদয়ের ক্লিওপেট্রা হয়ে উঠেছেন। ২০১৮ সালে নিজেদের ভালোবাসার পূর্ণতা দিতেই মিসরীয় নুরহানকে (২২) বিয়ে করেন বাংলাদেশি যুবক শমসের।
মরুর দেশ মিসরের কন্যা নুরহানকে নদীমাতৃক বাংলাদেশ দেখাতেই গত ১০ জুলাই ২ সন্তান নিয়ে ২ মাসের ছুটিতে দেশে ফেরেন শমসের। ভিনদেশি বধূ ঘরে আসায় খুশির আমেজ বিরাজ করছে শমসেরের পরিবারে। মিসরীয় তরুণী আসার খবরে আশপাশের এলাকার মানুষের পদচারণায় মুখরিত শমসেরের বাড়ির আঙিনা।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের অর্জনুহার গ্রামের কৃষক বাদশা মিয়ার ছেলে শমসের ২০০৮ সালে কাজের উদ্দেশ্যে মিসর যান। দেশটির গিজা এলাকায় একটি কারখানায় কাজ শুরু করেন তিনি। দীর্ঘ ১০ বছর দেশটিতে কাটিয়ে মায়ার বাঁধনে পড়ে যান তিনি। ২০১৮ সালে একটি গার্মেন্টস কারখানায় কাজের সুবাদে কায়রোর মানসাইয়া এলাকার আলী জাকীর কন্যা নুরহানের (২২) সঙ্গে পরিচয় হয় শমসেরের। পরিচয়ের দুই মাসের মাথায় নুরহানের পরিবারের সম্মতিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
ইতিমধ্যে শমসের ও নুরহানের সংসারে জন্ম নিয়েছে দুই সন্তান। বড় মেয়ের বয়স ৩ বছর, নাম রাখা হয়েছে রুকাইয়া এবং ছেলে মো. ইয়াসিন ১১ মাস বয়সী।
শমসের জানালেন, স্ত্রী নুরাহন এবং দুই সন্তান নিয়ে বেশ সুখেই আছেন তিনি। পিরামিডের দেশ মিশরের রাজধানী কায়রো শহরে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নিজস্ব গার্মেন্টস। আবারও সেখানে ফেরার ইচ্ছা তাঁর।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৫ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১১ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৬ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে