নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে এক প্রতারক চক্র। ওই নম্বর থেকে বিভিন্ন জনপ্রতিনিধি ও ব্যক্তিকে ফোন করে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট ও টাকা চাওয়ার মতো অবৈধ চেষ্টা করেছে চক্রটি।
শনিবার বিকেলে ডিসির মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সচেতনতা তৈরিতে প্রশাসনের ফেসবুক পেজেও এ বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের গোপনীয় সহকারী তিতুমীর চৌধুরী জানান, শনিবার বিকেলে সরকারি কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও বিভিন্ন জনপ্রতিনিধি কাছে ফোন দিয়ে ভোট ও টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে
পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় একটি মিটিংয়ে ছিলাম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থী আমাকে কল দিয়ে জানান তাঁকে কল দিয়ে অর্থ চাওয়া হয়েছে। পরে আরও দুজন প্রার্থীর সঙ্গে একই ঘটনা ঘটলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করি।’
প্রশাসক আরও বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ মানুষ ও নির্বাচনের প্রার্থীদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। তারা যেন সতর্ক হন এবং এমন প্রতারণার ফাঁদে পা না দেন। সেই সঙ্গে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।’
নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ আজকের পত্রিকাকে জানান, জেলা প্রশাসকের সরকারি ফোন নম্বর ক্লোন করে ভোট চাওয়া ও অর্থ আদায়ের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে এক প্রতারক চক্র। ওই নম্বর থেকে বিভিন্ন জনপ্রতিনিধি ও ব্যক্তিকে ফোন করে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট ও টাকা চাওয়ার মতো অবৈধ চেষ্টা করেছে চক্রটি।
শনিবার বিকেলে ডিসির মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সচেতনতা তৈরিতে প্রশাসনের ফেসবুক পেজেও এ বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের গোপনীয় সহকারী তিতুমীর চৌধুরী জানান, শনিবার বিকেলে সরকারি কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও বিভিন্ন জনপ্রতিনিধি কাছে ফোন দিয়ে ভোট ও টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে
পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় একটি মিটিংয়ে ছিলাম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থী আমাকে কল দিয়ে জানান তাঁকে কল দিয়ে অর্থ চাওয়া হয়েছে। পরে আরও দুজন প্রার্থীর সঙ্গে একই ঘটনা ঘটলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করি।’
প্রশাসক আরও বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ মানুষ ও নির্বাচনের প্রার্থীদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। তারা যেন সতর্ক হন এবং এমন প্রতারণার ফাঁদে পা না দেন। সেই সঙ্গে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।’
নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ আজকের পত্রিকাকে জানান, জেলা প্রশাসকের সরকারি ফোন নম্বর ক্লোন করে ভোট চাওয়া ও অর্থ আদায়ের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০ মিনিট আগে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২ ঘণ্টা আগে