নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘এই সমাজের মানুষকে আল্লাহর পথে পরিচালিত করে, তাদের আদর্শিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ মুসলিম উম্মাহর কান্ডারি হিসেবে নেতৃত্ব দিতে সক্ষম, এমন দক্ষ ও সৎ নেতৃত্ব তৈরিই আমাদের মূল উদ্দেশ্য।’
আজ সোমবার (১২ মে) নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় আল ফালাহ্ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জন্য ইসলামী ছাত্রশিবির এক অনিবার্য বাস্তবতা হয়ে উঠেছে। আমরা একটি আদর্শিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছি। সমাজে মানুষ যখন সাম্য, ন্যায় ও সুবিচারের মধ্যে বসবাস করবে, তখনই সৎ নেতৃত্ব গড়ে উঠবে। ছাত্ররা সেই নেতৃত্বের জন্য প্রস্তুত হবে।’
নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে ইসলামী ছাত্রশিবিরকে সাংগঠনিকভাবে কাজ করতে বাধা দেওয়া হয়েছে। এই সময়ে আমাদের নেতা–কর্মীদের জেলে যেতে হয়েছে শুধু ন্যায্য অধিকার চাওয়ার অপরাধে। কিন্তু আমরা হতাশ নই, ইসলামী সমাজব্যবস্থা কায়েমের জন্য আমাদের জীবন, রক্ত ও সময় দিতে প্রস্তুত আছি।’
নুরুল ইসলাম বলেন, ‘শিবিরের লক্ষ্য শুধু ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা নয়, আমরা ছাত্রদের মধ্যে সৎ, দেশপ্রেমিক ও নৈতিক ভিত্তিতে গড়া ব্যক্তিত্ব তৈরি করতে চাই, যারা দেশের কল্যাণে কাজ করবে।’
সমাবেশে জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির মো. কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, নীলফামারী শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া বক্তারা দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ছাত্রসমাজকে নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘এই সমাজের মানুষকে আল্লাহর পথে পরিচালিত করে, তাদের আদর্শিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ মুসলিম উম্মাহর কান্ডারি হিসেবে নেতৃত্ব দিতে সক্ষম, এমন দক্ষ ও সৎ নেতৃত্ব তৈরিই আমাদের মূল উদ্দেশ্য।’
আজ সোমবার (১২ মে) নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় আল ফালাহ্ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জন্য ইসলামী ছাত্রশিবির এক অনিবার্য বাস্তবতা হয়ে উঠেছে। আমরা একটি আদর্শিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছি। সমাজে মানুষ যখন সাম্য, ন্যায় ও সুবিচারের মধ্যে বসবাস করবে, তখনই সৎ নেতৃত্ব গড়ে উঠবে। ছাত্ররা সেই নেতৃত্বের জন্য প্রস্তুত হবে।’
নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে ইসলামী ছাত্রশিবিরকে সাংগঠনিকভাবে কাজ করতে বাধা দেওয়া হয়েছে। এই সময়ে আমাদের নেতা–কর্মীদের জেলে যেতে হয়েছে শুধু ন্যায্য অধিকার চাওয়ার অপরাধে। কিন্তু আমরা হতাশ নই, ইসলামী সমাজব্যবস্থা কায়েমের জন্য আমাদের জীবন, রক্ত ও সময় দিতে প্রস্তুত আছি।’
নুরুল ইসলাম বলেন, ‘শিবিরের লক্ষ্য শুধু ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা নয়, আমরা ছাত্রদের মধ্যে সৎ, দেশপ্রেমিক ও নৈতিক ভিত্তিতে গড়া ব্যক্তিত্ব তৈরি করতে চাই, যারা দেশের কল্যাণে কাজ করবে।’
সমাবেশে জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির মো. কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, নীলফামারী শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া বক্তারা দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ছাত্রসমাজকে নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।

ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১১ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
১৪ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে