জসিম উদ্দিন ও রেজা মাহমুদ, রংপুর থেকে

দুপুর ১২টার পর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়। জেলা বিএনপির নেতাদের বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশের মাঠ সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে উঠতে থাকে। জেলা নেতাদের বক্তব্যের মধ্যেই দুপুর ১টা ৫৫ মিনিটে সভাস্থলে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মাঠে জায়গা না হওয়ায় বিএনপির নেতা-কর্মীদের অনেকেই সমাবেশস্থলের আশপাশের রাস্তার পাশে বসে বক্তব্য শোনেন।
নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই সমাবেশ শুরুর পরও রংপুরের আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। কিন্তু দুপুরের আগেই রংপুরের এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় নেতা-কর্মীদের উপস্থিতিতে। অনেকে সমাবেশস্থলে পৌঁছাতে না পেরে আশপাশের বিভিন্ন সড়কের ফুটপাতে বসে নেতাদের বক্তব্য শোনেন।
সমাবেশের পাশেই বাংলাদেশ ব্যাংকের মোড়ের ফুটপাতে বসে বক্তব্য শোনেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা ষাটোর্ধ্ব মহির আলী। তিনি জানান, দিনাজপুরের বীরগঞ্জ থেকে থ্রি-হুইলারে করে বিএনপির সমাবেশে এসেছেন বেলা ১১টায়। কিন্তু মাঠে জায়গা না পেয়ে সড়কের ফুটপাতে বসে বক্তব্য শুনছেন।
রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে দলীয় নেতা-কর্মীরা এসেছেন। দুপুরের আগেই কালেক্টরেট ঈদগাহ মাঠ নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠে জায়গা না পেয়ে সমাবেশের আশপাশে ও বিভিন্ন মোড়ে মোড়ে হাজার হাজার নেতা-কর্মী অবস্থান করছেন।’


দুপুর ১২টার পর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়। জেলা বিএনপির নেতাদের বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশের মাঠ সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে উঠতে থাকে। জেলা নেতাদের বক্তব্যের মধ্যেই দুপুর ১টা ৫৫ মিনিটে সভাস্থলে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মাঠে জায়গা না হওয়ায় বিএনপির নেতা-কর্মীদের অনেকেই সমাবেশস্থলের আশপাশের রাস্তার পাশে বসে বক্তব্য শোনেন।
নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই সমাবেশ শুরুর পরও রংপুরের আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। কিন্তু দুপুরের আগেই রংপুরের এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় নেতা-কর্মীদের উপস্থিতিতে। অনেকে সমাবেশস্থলে পৌঁছাতে না পেরে আশপাশের বিভিন্ন সড়কের ফুটপাতে বসে নেতাদের বক্তব্য শোনেন।
সমাবেশের পাশেই বাংলাদেশ ব্যাংকের মোড়ের ফুটপাতে বসে বক্তব্য শোনেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা ষাটোর্ধ্ব মহির আলী। তিনি জানান, দিনাজপুরের বীরগঞ্জ থেকে থ্রি-হুইলারে করে বিএনপির সমাবেশে এসেছেন বেলা ১১টায়। কিন্তু মাঠে জায়গা না পেয়ে সড়কের ফুটপাতে বসে বক্তব্য শুনছেন।
রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে দলীয় নেতা-কর্মীরা এসেছেন। দুপুরের আগেই কালেক্টরেট ঈদগাহ মাঠ নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠে জায়গা না পেয়ে সমাবেশের আশপাশে ও বিভিন্ন মোড়ে মোড়ে হাজার হাজার নেতা-কর্মী অবস্থান করছেন।’


দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
১০ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৩৯ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে