ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় যুবলীগের ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে সদ্যঘোষিত কয়েকটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃত্বে আসা ব্যক্তিদের দলীয় আদর্শ নিয়ে নানান প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা-কর্মীরা।
সেই সঙ্গে বিগত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বে আসা ওই সব নেতাদের ভূমিকা নিয়েও রয়েছে অসন্তোষ। নেতা-কর্মীদের অভিযোগ—ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির অনেকেই বিগত নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করেছেন। সেই সঙ্গে তাদের আদর্শগত সমস্যাও রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমার উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রিমুন নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাকে উপজেলা আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয় জেলা যুবলীগ। এরপর থেকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা ও অন্যান্য সদস্যদের দিয়ে চলছে দলটি।
এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হলে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালার মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি ভেঙে দেওয়া ও নতুন আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করে জেলা যুবলীগ।
উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিতে ইমরান হাসান সুমনকে আহ্বায়ক ও জয়হরী রায়, রাহিয়ান পারভেজ শুভ, মাসুদ রানাকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি দেয়।
ওই ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক অনাথ চন্দ্র রায় জানান, যারা নতুন আহ্বায়ক কমিটিতে এসেছে তারা সবাই গত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা বিরোধী ছিলেন। তাদের মধ্যে মাসুদ রানাকে তৎসময়ে পৌর ছাত্রলীগের সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ১৫ অক্টোবর হরিণচড়া ইউনিয়নে যুবলীগের কমিটি ভেঙে পরবর্তীতে আব্দুল মজিদকে আহ্বায়ক, নিরঞ্জন রায়, মজিবুল ইসলাম, আরিফুর রহমান মিলনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়।
ওই ইউনিয়নের নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান রাসেল রানা বলেন, আরিফুর রহমান মিলন আমার বিপক্ষে প্রার্থী হয়ে নির্বাচন করেছিল। নিরঞ্জনসহ অন্যান্যরাও আমার বিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করেছিল।
কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের নতুন কমিটিতে এ. টি. এম মতিনুল ইসলাম জুয়েল আহ্বায়ক ও রাশেদ ইসলাম বসুনিয়া, মিরাজুল ইসলাম মিরাজ মোসলেম উদ্দিন মিঠুকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম স্বাধীন জানান, নতুন কমিটিতে যারা এসেছেন তাদের মধ্যে কেউ মাদক কারবারি এবং বিএনপি থেকে দলে অনুপ্রবেশকারী ও নৌকা বিরোধী।
এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার নির্দেশে ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হচ্ছে। কারও কোনো অভিযোগ থাকলে, তারা জেলায় অভিযোগ করতে পারে।’
জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্রনাথ বর্ধন বাপী আজকের পত্রিকাকে জানান, লিখিত অভিযোগ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।

নীলফামারীর ডোমার উপজেলায় যুবলীগের ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে সদ্যঘোষিত কয়েকটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃত্বে আসা ব্যক্তিদের দলীয় আদর্শ নিয়ে নানান প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা-কর্মীরা।
সেই সঙ্গে বিগত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বে আসা ওই সব নেতাদের ভূমিকা নিয়েও রয়েছে অসন্তোষ। নেতা-কর্মীদের অভিযোগ—ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির অনেকেই বিগত নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করেছেন। সেই সঙ্গে তাদের আদর্শগত সমস্যাও রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমার উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রিমুন নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় তাকে উপজেলা আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয় জেলা যুবলীগ। এরপর থেকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা ও অন্যান্য সদস্যদের দিয়ে চলছে দলটি।
এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হলে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালার মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি ভেঙে দেওয়া ও নতুন আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করে জেলা যুবলীগ।
উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটিতে ইমরান হাসান সুমনকে আহ্বায়ক ও জয়হরী রায়, রাহিয়ান পারভেজ শুভ, মাসুদ রানাকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি দেয়।
ওই ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক অনাথ চন্দ্র রায় জানান, যারা নতুন আহ্বায়ক কমিটিতে এসেছে তারা সবাই গত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা বিরোধী ছিলেন। তাদের মধ্যে মাসুদ রানাকে তৎসময়ে পৌর ছাত্রলীগের সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ১৫ অক্টোবর হরিণচড়া ইউনিয়নে যুবলীগের কমিটি ভেঙে পরবর্তীতে আব্দুল মজিদকে আহ্বায়ক, নিরঞ্জন রায়, মজিবুল ইসলাম, আরিফুর রহমান মিলনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়।
ওই ইউনিয়নের নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান রাসেল রানা বলেন, আরিফুর রহমান মিলন আমার বিপক্ষে প্রার্থী হয়ে নির্বাচন করেছিল। নিরঞ্জনসহ অন্যান্যরাও আমার বিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করেছিল।
কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের নতুন কমিটিতে এ. টি. এম মতিনুল ইসলাম জুয়েল আহ্বায়ক ও রাশেদ ইসলাম বসুনিয়া, মিরাজুল ইসলাম মিরাজ মোসলেম উদ্দিন মিঠুকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম স্বাধীন জানান, নতুন কমিটিতে যারা এসেছেন তাদের মধ্যে কেউ মাদক কারবারি এবং বিএনপি থেকে দলে অনুপ্রবেশকারী ও নৌকা বিরোধী।
এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার নির্দেশে ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হচ্ছে। কারও কোনো অভিযোগ থাকলে, তারা জেলায় অভিযোগ করতে পারে।’
জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্রনাথ বর্ধন বাপী আজকের পত্রিকাকে জানান, লিখিত অভিযোগ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে