পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন রশিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১) ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত অবস্থায় স্ত্রী জেসমিন আক্তার (২৯) ও ছোট মেয়ে জুঁই আক্তার (৭) ও রশিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গতকালই জেসমিন আক্তারের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেছেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে রশিদুলের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে রাফিয়া আক্তার জিম ঘটনাস্থলেই মারা যায়। কৈকুড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত রাফিয়া আক্তার।
অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে জুঁই আক্তার। তাদের কোপানোর পর রশিদুল ইসলাম নিজে বিষপান করে গলা ছুরি দিয়ে কেটে ফেলেন। স্ত্রী-কন্যার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রশিদুল, জেসমিন ও জুঁইকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রশিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তিনি কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে।
এ ব্যাপারে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল তাঁর স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

রংপুরের পীরগাছায় স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন রশিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১) ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত অবস্থায় স্ত্রী জেসমিন আক্তার (২৯) ও ছোট মেয়ে জুঁই আক্তার (৭) ও রশিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গতকালই জেসমিন আক্তারের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেছেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে রশিদুলের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে রাফিয়া আক্তার জিম ঘটনাস্থলেই মারা যায়। কৈকুড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত রাফিয়া আক্তার।
অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে জুঁই আক্তার। তাদের কোপানোর পর রশিদুল ইসলাম নিজে বিষপান করে গলা ছুরি দিয়ে কেটে ফেলেন। স্ত্রী-কন্যার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রশিদুল, জেসমিন ও জুঁইকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রশিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তিনি কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে।
এ ব্যাপারে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল তাঁর স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে