চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মনোনয়নপত্র জমার আগে সমাবেশে তাঁর এপিএসের গালে চড় মেরেছেন সাবেক হুইপ মিজানুর রহমান মানু। আজ বুধবার দিনাজপুর-৪ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মনোনয়নপত্র জমা দেওয়ার আগমুহূর্তে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর) আসনে আজ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মনোনয়ন ফরম জমা দেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মিজানুর রহমান মানু।
তাঁর বক্তব্যের সময় পেছন থেকে কিছু একটা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএস সালাউদ্দিন। এ সময় পেছনে ঘুরে হুইপ মিজানুর রহমান মানু তাঁর গালে চড় মারেন। সঙ্গে সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পরিস্থিতি সামলে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মিজানুর রহমান মানু। তাঁর বক্তব্যের সময় পেছন থেকে কিছু একটা বলেন প্রার্থীর এপিএস সালাউদ্দিন। এ সময় তিনি (মিজানুর রহমান মানু) পেছনে ঘুরে এপিএস সালাউদ্দিনের গালে চড় মারেন। সঙ্গে সঙ্গে এমপি পরিস্থিতি সামলে নেন।’
বিষয়টি স্বীকার করে সাবেক হুইপ মিজানুর রহমান মানু আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছিলাম। এ সময় বর্তমান এমপির এপিএস, ও তো এপিএস না এমপির চামচা। পেছন থেকে আমাকে অহেতুক কথাবার্তা বলে। তাই তার গালে একটা চড় মারি। এর বেশি কিছু না।’
এ বিষয়ে সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর এপিএস সালাউদ্দিন বলেন, ‘তেমন কিছু হয়নি। উনি একটু উত্তেজিত হয়ে গেছিল। পরে সরি বলেছেন।’

সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মনোনয়নপত্র জমার আগে সমাবেশে তাঁর এপিএসের গালে চড় মেরেছেন সাবেক হুইপ মিজানুর রহমান মানু। আজ বুধবার দিনাজপুর-৪ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মনোনয়নপত্র জমা দেওয়ার আগমুহূর্তে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর) আসনে আজ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মনোনয়ন ফরম জমা দেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মিজানুর রহমান মানু।
তাঁর বক্তব্যের সময় পেছন থেকে কিছু একটা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএস সালাউদ্দিন। এ সময় পেছনে ঘুরে হুইপ মিজানুর রহমান মানু তাঁর গালে চড় মারেন। সঙ্গে সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পরিস্থিতি সামলে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মিজানুর রহমান মানু। তাঁর বক্তব্যের সময় পেছন থেকে কিছু একটা বলেন প্রার্থীর এপিএস সালাউদ্দিন। এ সময় তিনি (মিজানুর রহমান মানু) পেছনে ঘুরে এপিএস সালাউদ্দিনের গালে চড় মারেন। সঙ্গে সঙ্গে এমপি পরিস্থিতি সামলে নেন।’
বিষয়টি স্বীকার করে সাবেক হুইপ মিজানুর রহমান মানু আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছিলাম। এ সময় বর্তমান এমপির এপিএস, ও তো এপিএস না এমপির চামচা। পেছন থেকে আমাকে অহেতুক কথাবার্তা বলে। তাই তার গালে একটা চড় মারি। এর বেশি কিছু না।’
এ বিষয়ে সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর এপিএস সালাউদ্দিন বলেন, ‘তেমন কিছু হয়নি। উনি একটু উত্তেজিত হয়ে গেছিল। পরে সরি বলেছেন।’

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে