দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী জায়েদা বেগম (৩৬) গত রোববার প্রসব বেদনা নিয়ে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন। সোমবার সকাল পৌনে নয়টায় নরমাল ডেলিভারির মাধ্যমে একটি মেয়ে শিশুর জন্ম দেন। স্বাভাবিক প্রসবের পর প্রসূতির আত্মীয়-স্বজন চলে গেলে প্রসূতি ও নবজাতকের সেবার জন্য থেকে যান প্রসূতির ছোট বোন হাজেরা বেগম। দুপুরের দিকে জায়েদার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে চাদর পরে থাকা এক নারীর হাতে শিশুটিকে দিয়ে প্রসূতিকে বাথরুমে নিয়ে যান হাজেরা খাতুন। পরে তাঁরা বাথরুম থেকে ফিরে দেখেন ওই নারীও নেই নবজাতকও নেই।
পরে ওই নারীকে খুঁজতে থাকেন জায়েদা ও হাজেরা। বহু খুঁজে না পেয়ে বিকেল ৩টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোতোয়ালি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তকাজের জন্য পুলিশ হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
প্রসূতির ছোট বোন হাজেরা বেগম আজকের পত্রিকাকে জানান, আমার বোনের আগের ৩টি মেয়ে বাচ্চা আছে। এ বাচ্চাটি আমার বোনের চতুর্থ মেয়ে। দুপুর ১২টার দিক থেকে ওই নারীর সঙ্গে আমাদের পরিচয় হয়। সরল মনেই আমরা তাঁর হাতে শিশুটিকে দিয়ে বাথরুমে যাই। কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি যে সে বাচ্চাটি চুরি করে নিয়ে যাবে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা জানান, আমরা বিষয়টি জানামাত্রই পুলিশ প্রশাসনকে অবহিত করি। পুলিশ তাৎক্ষণিক হাসপাতালে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তদন্তের স্বার্থে তাঁরা হাসপাতালের সে সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক শামীম হক জানান, ঘটনার সংবাদ পাওয়ামাত্রই আমরা হাসপাতালে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছি। সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা কিছু ক্লু পেয়েছি। আমরা দু-এক জনকে শনাক্ত করেছি। তদন্ত অব্যাহত আছে। আশা করি আমরা শিশুটিকে দ্রুত উদ্ধারে সক্ষম হবে।

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী জায়েদা বেগম (৩৬) গত রোববার প্রসব বেদনা নিয়ে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন। সোমবার সকাল পৌনে নয়টায় নরমাল ডেলিভারির মাধ্যমে একটি মেয়ে শিশুর জন্ম দেন। স্বাভাবিক প্রসবের পর প্রসূতির আত্মীয়-স্বজন চলে গেলে প্রসূতি ও নবজাতকের সেবার জন্য থেকে যান প্রসূতির ছোট বোন হাজেরা বেগম। দুপুরের দিকে জায়েদার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে চাদর পরে থাকা এক নারীর হাতে শিশুটিকে দিয়ে প্রসূতিকে বাথরুমে নিয়ে যান হাজেরা খাতুন। পরে তাঁরা বাথরুম থেকে ফিরে দেখেন ওই নারীও নেই নবজাতকও নেই।
পরে ওই নারীকে খুঁজতে থাকেন জায়েদা ও হাজেরা। বহু খুঁজে না পেয়ে বিকেল ৩টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোতোয়ালি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তকাজের জন্য পুলিশ হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
প্রসূতির ছোট বোন হাজেরা বেগম আজকের পত্রিকাকে জানান, আমার বোনের আগের ৩টি মেয়ে বাচ্চা আছে। এ বাচ্চাটি আমার বোনের চতুর্থ মেয়ে। দুপুর ১২টার দিক থেকে ওই নারীর সঙ্গে আমাদের পরিচয় হয়। সরল মনেই আমরা তাঁর হাতে শিশুটিকে দিয়ে বাথরুমে যাই। কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি যে সে বাচ্চাটি চুরি করে নিয়ে যাবে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা জানান, আমরা বিষয়টি জানামাত্রই পুলিশ প্রশাসনকে অবহিত করি। পুলিশ তাৎক্ষণিক হাসপাতালে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তদন্তের স্বার্থে তাঁরা হাসপাতালের সে সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক শামীম হক জানান, ঘটনার সংবাদ পাওয়ামাত্রই আমরা হাসপাতালে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছি। সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা কিছু ক্লু পেয়েছি। আমরা দু-এক জনকে শনাক্ত করেছি। তদন্ত অব্যাহত আছে। আশা করি আমরা শিশুটিকে দ্রুত উদ্ধারে সক্ষম হবে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১৯ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৪ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে