পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে এক বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগীর পরিবার সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তিস্তাপাড়া এলাকার বাবলা হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসমিন আকতারকে গত ১৪ জুন দেবীগঞ্জ হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক হাসনাত তানজিলার মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করা হলে তিনি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তাসমিনের গর্ভে একটি সন্তান রয়েছে, পজিশন ভালো রয়েছে।’
ওই চিকিৎসক তানজিলা এইচপিসি ডিএস (৫০০ এমজি) ইনজেকশন তাসমিনের শরীরে পুশ করেন। এরপর তাসনিমের জরায়ু থেকে পানি ও রক্ত পড়তে থাকে। এ নিয়ে তানজিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ওষুধ লিখে দেওয়া হয়েছে খাওয়ানোর পর ঠিক হয়ে যাবে। কিন্তু রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন ওই চিকিৎসককে ফোন করা হলে তিনি রোগীর স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন।
১৬ জুন উপায় না পেয়ে তাসমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করে দেখতে পান ওই নারীর পেটে দুটো সন্তান রয়েছে এবং পানিস্বল্পতায় বাচ্চা দুটি মারা গেছে। তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তাঁকে পাঠানো হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে পথেই ডোমার উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে পেটে থাকা মৃত দুই সন্তানকে বের করা হয়। বর্তমানে ওই নারী সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের দাবি হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বহীনতা ও চিকিৎসক তানজিলার ভুল চিকিৎসার কারণে বাচ্চা দুটি মারা গেছে। এ ঘটনায় আজ তাঁরা পঞ্চগড় সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ক্লিনিক মালিক আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘রোগী আমার এখানে এসে চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করে বাসায় ফিরে যায়। পরে কী হয়েছে আমি জানি না। অভিযোগটি মিথ্যা।’
পঞ্চগড়ের সিভিল সার্জন রফিকুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. রেজাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে এক বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগীর পরিবার সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তিস্তাপাড়া এলাকার বাবলা হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসমিন আকতারকে গত ১৪ জুন দেবীগঞ্জ হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক হাসনাত তানজিলার মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করা হলে তিনি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তাসমিনের গর্ভে একটি সন্তান রয়েছে, পজিশন ভালো রয়েছে।’
ওই চিকিৎসক তানজিলা এইচপিসি ডিএস (৫০০ এমজি) ইনজেকশন তাসমিনের শরীরে পুশ করেন। এরপর তাসনিমের জরায়ু থেকে পানি ও রক্ত পড়তে থাকে। এ নিয়ে তানজিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ওষুধ লিখে দেওয়া হয়েছে খাওয়ানোর পর ঠিক হয়ে যাবে। কিন্তু রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন ওই চিকিৎসককে ফোন করা হলে তিনি রোগীর স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন।
১৬ জুন উপায় না পেয়ে তাসমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করে দেখতে পান ওই নারীর পেটে দুটো সন্তান রয়েছে এবং পানিস্বল্পতায় বাচ্চা দুটি মারা গেছে। তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তাঁকে পাঠানো হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে পথেই ডোমার উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে পেটে থাকা মৃত দুই সন্তানকে বের করা হয়। বর্তমানে ওই নারী সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের দাবি হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বহীনতা ও চিকিৎসক তানজিলার ভুল চিকিৎসার কারণে বাচ্চা দুটি মারা গেছে। এ ঘটনায় আজ তাঁরা পঞ্চগড় সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ক্লিনিক মালিক আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘রোগী আমার এখানে এসে চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করে বাসায় ফিরে যায়। পরে কী হয়েছে আমি জানি না। অভিযোগটি মিথ্যা।’
পঞ্চগড়ের সিভিল সার্জন রফিকুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. রেজাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
১১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৯ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৯ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৪৪ মিনিট আগে