রংপুর প্রতিনিধি

বিদেশের মাটিতে সুবিধা করতে না পেরে আওয়ামী লীগ এখন আবোলতাবোল বকছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ শুক্রবার বিকেলে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশের পূর্বে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
এ সময় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিদেশের মাটিতে সুবিধা করতে না পেরে এখন আবোলতাবোল বকছেন। বিএনপি যখন জনগণের ভোট ও ভাতের অধিকার নিয়ে মাঠে আন্দোলন করছে ঠিক তখন আওয়ামী লীগে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শান্তি সমাবেশে নামে অশান্তি তৈরি করছে। শান্তি সমাবেশ করে লাভ নেই। জনগণ সব বোঝে। একবার সুযোগ পেলে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে। এই অবৈধ সরকার বিএনপির আন্দোলন দেখে ভয় পেয়ে গেছে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনতার সরকার গঠন করবে।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, এই সরকার ভোট ও গণতন্ত্র নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। জনগণকে তাদের বাঁচার অধিকার থেকে বঞ্চিত করছেন। জনগণের সঙ্গ তামাশা করতে গিয়ে আওয়ামী লীগ আজ তামাশার দলে পরিণত হয়েছে। তাই বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে।
গ্রেপ্তার, মামলা ও পুলিশি হয়রানি বন্ধ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ জনসমাবেশের আয়োজন করা হয়।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাহিদা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন-নবী ডন প্রমুখ।
এদিকে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নগরীর প্রধান সড়কে সমাবেশ শুরু করে। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে আসার সময় পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতা–কর্মীদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে।

বিদেশের মাটিতে সুবিধা করতে না পেরে আওয়ামী লীগ এখন আবোলতাবোল বকছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ শুক্রবার বিকেলে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশের পূর্বে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
এ সময় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিদেশের মাটিতে সুবিধা করতে না পেরে এখন আবোলতাবোল বকছেন। বিএনপি যখন জনগণের ভোট ও ভাতের অধিকার নিয়ে মাঠে আন্দোলন করছে ঠিক তখন আওয়ামী লীগে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শান্তি সমাবেশে নামে অশান্তি তৈরি করছে। শান্তি সমাবেশ করে লাভ নেই। জনগণ সব বোঝে। একবার সুযোগ পেলে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে। এই অবৈধ সরকার বিএনপির আন্দোলন দেখে ভয় পেয়ে গেছে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনতার সরকার গঠন করবে।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, এই সরকার ভোট ও গণতন্ত্র নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। জনগণকে তাদের বাঁচার অধিকার থেকে বঞ্চিত করছেন। জনগণের সঙ্গ তামাশা করতে গিয়ে আওয়ামী লীগ আজ তামাশার দলে পরিণত হয়েছে। তাই বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে।
গ্রেপ্তার, মামলা ও পুলিশি হয়রানি বন্ধ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ জনসমাবেশের আয়োজন করা হয়।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাহিদা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন-নবী ডন প্রমুখ।
এদিকে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নগরীর প্রধান সড়কে সমাবেশ শুরু করে। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে আসার সময় পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতা–কর্মীদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে