উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

গত দুই মাস আগে লিভারে সমস্যা ধরা পড়ে কুড়িগ্রামের উলিপুরের দাখিল শিক্ষার্থী আরাফাতের (১৭)। আজ বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে হাসপাতাল থেকে অসুস্থতা নিয়েই সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে যায়। পরীক্ষা শেষে অসুস্থ হয়ে পড়ায় ফের হাসপাতালে আনা হয়। সেখানে তার মৃত্যু হয়।
উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন। চলতি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সে। আরাফাত যাদুপোদ্দার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরাফাতের নানা আরমান মিয়া বলেন, ‘আরাফাতের দুই মাস আগে লিভারে সমস্যা ধরা পড়ে। তার চিকিৎসা চলছিল। তবে সে সুস্থই ছিল। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে কুড়িগ্রামে রেফার্ড করেন। এ সময় আরাফাত কিছুটা সুস্থবোধ করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। আমরা তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাই। পরীক্ষা শেষে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পুনরায় তাকে হাসপাতালে নিয়ে এলে প্রচণ্ড বমি শুরু হয় এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।’
আরাফাতের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। আরাফাতের মা আঞ্জুআরা বেগম ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন। ছেলেকে ফিরে পাওয়ার আকুতি ছিল তার। এ সময় শত শত গ্রামবাসী আরাফাতকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন।
উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মাও. শফিকুর রহমান বলেন, ‘আরাফাত অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে স্বজনদের সহযোগিতায় ফিরে যায়। তার মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। স্থগিত হওয়া আর একটি মাত্র পরীক্ষা বাকি ছিল আরাফাতের। তা আর দেওয়া হলো না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, ‘আরাফাতের স্বজনরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করি। কিন্তু তার স্বজনরা দাখিল পরীক্ষা দিতে নিয়ে যায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে হাসপাতালে আনা হয়। এ সময় তার প্রচণ্ড বমি শুরু হয়। জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল।’

গত দুই মাস আগে লিভারে সমস্যা ধরা পড়ে কুড়িগ্রামের উলিপুরের দাখিল শিক্ষার্থী আরাফাতের (১৭)। আজ বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে হাসপাতাল থেকে অসুস্থতা নিয়েই সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে যায়। পরীক্ষা শেষে অসুস্থ হয়ে পড়ায় ফের হাসপাতালে আনা হয়। সেখানে তার মৃত্যু হয়।
উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন। চলতি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সে। আরাফাত যাদুপোদ্দার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরাফাতের নানা আরমান মিয়া বলেন, ‘আরাফাতের দুই মাস আগে লিভারে সমস্যা ধরা পড়ে। তার চিকিৎসা চলছিল। তবে সে সুস্থই ছিল। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে কুড়িগ্রামে রেফার্ড করেন। এ সময় আরাফাত কিছুটা সুস্থবোধ করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। আমরা তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাই। পরীক্ষা শেষে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পুনরায় তাকে হাসপাতালে নিয়ে এলে প্রচণ্ড বমি শুরু হয় এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।’
আরাফাতের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। আরাফাতের মা আঞ্জুআরা বেগম ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন। ছেলেকে ফিরে পাওয়ার আকুতি ছিল তার। এ সময় শত শত গ্রামবাসী আরাফাতকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন।
উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মাও. শফিকুর রহমান বলেন, ‘আরাফাত অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে স্বজনদের সহযোগিতায় ফিরে যায়। তার মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। স্থগিত হওয়া আর একটি মাত্র পরীক্ষা বাকি ছিল আরাফাতের। তা আর দেওয়া হলো না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, ‘আরাফাতের স্বজনরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করি। কিন্তু তার স্বজনরা দাখিল পরীক্ষা দিতে নিয়ে যায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে হাসপাতালে আনা হয়। এ সময় তার প্রচণ্ড বমি শুরু হয়। জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল।’

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে।
২৪ মিনিট আগে
বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীসহ দুই চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
২ ঘণ্টা আগে
রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে।
২ ঘণ্টা আগে