অন্তঃসত্ত্বা চিকিৎসককে মারধর
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং কর্মস্থলে চিকিৎসক-নার্সদের নিরাপত্তার দাবিতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেছেন। এর ফলে এক ঘণ্টা হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান, ডা. জহুরুল ইসলাম, ডা. ফকরুল আলম, ডা. হুমাউন কবীর, ডা. ফারজানা আঁখি, ডা. মিজানুর রহমান, সিনিয়র স্টাফ নার্স বীণা রানীসহ চিকিৎসক, নার্স ও স্টাফরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে কর্মবিরতি পালন করেন।
আরএমও মেহেদী হাসান বলেন, ‘তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউই গ্রেপ্তার হয়নি। এতে চিকিৎসক, নার্স ও স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কর্মস্থলে আমাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনাকে আমরা নিন্দা জানাই। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কর্মস্থলে চিকিৎসক নার্স ও স্টাফদের নিরাপত্তার দাবিতে বহির্বিভাগে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি।’ তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজাত সাহা জানান, জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে সঙ্গতি রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন চিকিৎসক, নার্স ও স্টাফরা। তিনি বলেন, সম্প্রতি তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করেছে চিকিৎসক, নার্স ও স্টাফরা। কর্মবিরতি শেষে বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
রংপুরের তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং কর্মস্থলে চিকিৎসক-নার্সদের নিরাপত্তার দাবিতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেছেন। এর ফলে এক ঘণ্টা হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান, ডা. জহুরুল ইসলাম, ডা. ফকরুল আলম, ডা. হুমাউন কবীর, ডা. ফারজানা আঁখি, ডা. মিজানুর রহমান, সিনিয়র স্টাফ নার্স বীণা রানীসহ চিকিৎসক, নার্স ও স্টাফরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে কর্মবিরতি পালন করেন।
আরএমও মেহেদী হাসান বলেন, ‘তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউই গ্রেপ্তার হয়নি। এতে চিকিৎসক, নার্স ও স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কর্মস্থলে আমাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনাকে আমরা নিন্দা জানাই। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কর্মস্থলে চিকিৎসক নার্স ও স্টাফদের নিরাপত্তার দাবিতে বহির্বিভাগে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি।’ তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজাত সাহা জানান, জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে সঙ্গতি রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন চিকিৎসক, নার্স ও স্টাফরা। তিনি বলেন, সম্প্রতি তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করেছে চিকিৎসক, নার্স ও স্টাফরা। কর্মবিরতি শেষে বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
নেত্রকোনার দুই উপজেলায় বজ্রপাতে মাদ্রাসাশিক্ষকসহ এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ও গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরে ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে চরবাটার ভূঁইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানভর্তি এই মাছ জব্দ করে উপজেলা মৎস্য কার্যালয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
২৫ মিনিট আগেরোববার বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বহিরাগত ছেলেরা রিমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রিমনের পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়।
১ ঘণ্টা আগেনেত্রকোনা মদনে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে