নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত তাদের দুজনের কোন খোঁজ পাওয়া যায়নি। গত ১৩ মার্চ (রোববার) থেকে নিখোঁজ রয়েছে ওই দুই শিক্ষার্থী।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, উপজেলার কচাকাটা ইউনিয়নের কাইয়ের চরের জান্নাত আলীর ছেলে মঞ্জুর আলম নাইম (১৪) ও নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের রাকিবুল ইসলাম (১১)। তারা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী।
দুই শিক্ষার্থীর মধ্যে নাইম ৫ বছর ও রাকিবুল ২ বছর থেকে ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী। তাদের নিখোঁজ থাকার ব্যাপারে কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন দুই শিক্ষার্থীর অভিভাবক।
মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইয়াকুব আলী জানান, গত ১৩ মার্চ রোববার সকাল ১১টা থেকে ওই দুই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন সকাল ১০টায় সকালের তালিম শেষ হয়। তালিম শেষে মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষক খাওয়া দাওয়া শেষে একটু ঘুমান। প্রতিদিনকার মতো নাইম ও রাকিব রুটিন মোতাবেক ঘুমাতে যায়। পরে ১১টার দিকে তাদের কিছু কাপড় এবং আংশিক বেডিংপত্র নিয়ে উধাও হন তারা। পরে আমরা তাদের দুজনের অভিভাবকদের অবহিত করি এবং বিভিন্ন স্থানে খোঁজখবর নিতে থাকি। দুই দিন তাদের খোঁজ না পেয়ে গত ১৫ মার্চ মঙ্গলবার কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
হাফেজ মো. ইয়াকুব আলী আরও জানান, ওই দুই শিক্ষার্থী গত সপ্তাহে রাত জেগে মোবাইল ফোন দেখায় তাদেরকে বিচারের আওতায় আনা হয়। এ সময় তাদের অভিভাবকদের মাদ্রাসায় ডাকার কথা বলা হয়। হয়তো এই ভীতি থেকে তারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে।
নাইমের অভিভাবক চাচা সাহাবুল ইসলাম জানান, মাদ্রাসা ছেড়ে ছেলে দুজন কেন নিরুদ্দেশ হলো তা আমাদের জানা নেই। তাদের খোঁজ পেলে জানা যাবে।
নাইমের মামা আশরাফুল ইসলাম জানান, ওই দুই ছেলের বাবা, চাচা এবং আমরা কুড়িগ্রামের বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসায় খোঁজ নিচ্ছি। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম দুই মাদ্রাসা শিক্ষার্থীর নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিক্ষার্থীকে খুঁজতে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত তাদের দুজনের কোন খোঁজ পাওয়া যায়নি। গত ১৩ মার্চ (রোববার) থেকে নিখোঁজ রয়েছে ওই দুই শিক্ষার্থী।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, উপজেলার কচাকাটা ইউনিয়নের কাইয়ের চরের জান্নাত আলীর ছেলে মঞ্জুর আলম নাইম (১৪) ও নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের রাকিবুল ইসলাম (১১)। তারা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী।
দুই শিক্ষার্থীর মধ্যে নাইম ৫ বছর ও রাকিবুল ২ বছর থেকে ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী। তাদের নিখোঁজ থাকার ব্যাপারে কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন দুই শিক্ষার্থীর অভিভাবক।
মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইয়াকুব আলী জানান, গত ১৩ মার্চ রোববার সকাল ১১টা থেকে ওই দুই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন সকাল ১০টায় সকালের তালিম শেষ হয়। তালিম শেষে মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষক খাওয়া দাওয়া শেষে একটু ঘুমান। প্রতিদিনকার মতো নাইম ও রাকিব রুটিন মোতাবেক ঘুমাতে যায়। পরে ১১টার দিকে তাদের কিছু কাপড় এবং আংশিক বেডিংপত্র নিয়ে উধাও হন তারা। পরে আমরা তাদের দুজনের অভিভাবকদের অবহিত করি এবং বিভিন্ন স্থানে খোঁজখবর নিতে থাকি। দুই দিন তাদের খোঁজ না পেয়ে গত ১৫ মার্চ মঙ্গলবার কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
হাফেজ মো. ইয়াকুব আলী আরও জানান, ওই দুই শিক্ষার্থী গত সপ্তাহে রাত জেগে মোবাইল ফোন দেখায় তাদেরকে বিচারের আওতায় আনা হয়। এ সময় তাদের অভিভাবকদের মাদ্রাসায় ডাকার কথা বলা হয়। হয়তো এই ভীতি থেকে তারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে।
নাইমের অভিভাবক চাচা সাহাবুল ইসলাম জানান, মাদ্রাসা ছেড়ে ছেলে দুজন কেন নিরুদ্দেশ হলো তা আমাদের জানা নেই। তাদের খোঁজ পেলে জানা যাবে।
নাইমের মামা আশরাফুল ইসলাম জানান, ওই দুই ছেলের বাবা, চাচা এবং আমরা কুড়িগ্রামের বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসায় খোঁজ নিচ্ছি। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম দুই মাদ্রাসা শিক্ষার্থীর নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিক্ষার্থীকে খুঁজতে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
২৮ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে