আনিসুল হক জুয়েল, দিনাজপুর

চলতি বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদানে ব্যাপক পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। এই তিন শ্রেণিতে বছরজুড়ে পড়ানো হচ্ছে নতুন কারিকুলাম অনুযায়ী। ক্লাসে এখন ছোট ছোট গ্রুপ তৈরি করে দলগতভাবে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজের মাধ্যমে জ্ঞান আহরণ করছে। তবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের নেই গতানুগতিক পড়াশোনা, মুখস্থ করা কিংবা বাড়ির কাজ।
বছরের শুরু থেকেই নতুন এই শিক্ষা পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছেন অভিভাবকেরা। ধারণা না থাকায় অধিকাংশ অভিভাবক এই কারিকুলাম সম্পর্কে অভিযোগ তুলেছেন। তাঁদের সবচেয়ে বড় অভিযোগ, এসব শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে নিয়মিত হলেও বাড়িতে তেমন কিছুই পড়ছে না। শিক্ষার্থীরা স্কুলে যা শিখছে, বাড়িতে এসে যা করছে, সেগুলো পড়াশোনার পর্যায়ে পড়ে বলে মনে করছেন না অভিভাবকেরা। এ নিয়ে নতুন এই শিক্ষাক্রম বাতিলের দাবিও জানিয়েছেন তাঁরা।
বিতর্ক থাকলেও নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা তাদের পাঠক্রমের একটি বছর ইতিমধ্যে অতিক্রম করেছে। এখন চলছে বার্ষিক মূল্যায়ন ক্লাস। প্রচলিত ধ্যানধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন এই শিক্ষাক্রমে শিক্ষার্থীরা কেমন করছে, তা জানতে আজকের পত্রিকার পক্ষ থেকে উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসন্ধান চালানো হয়। বেশ কয়েকটি বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, পাঁচ বা ছয় দিনের একটি প্রশিক্ষণ নিয়ে জেলা পর্যায়ে যাঁরা প্রশিক্ষক হয়েছেন, তাঁরাই আবার শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। অসম্পূর্ণ ধারণা নিয়ে ক্লাসে গিয়ে শিক্ষকেরা নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান করাতে বিড়ম্বনায় পড়ছেন। শিক্ষকেরা জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। কিন্তু এটি আরও সময় নিয়ে বাস্তবায়ন করা দরকার ছিল। যেসব শিক্ষার্থী এই শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হয়েছে, তারা করোনাকালীন প্রায় তিন বছর ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। যদিও সে সময় অনলাইনে পাঠদান চলেছে, কিন্তু মোবাইল, ইন্টারনেট না থাকা এবং অভিভাবকদের সচেতনতার অভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক ঘাটতি।
বিশেষ করে গ্রামের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছে। তাঁরা আরও জানান, মাত্র পাঁচ দিনের ট্রেনিং সম্পূর্ণ নতুন একটি কারিকুলামের জন্য যথেষ্ট নয়। এখন পর্যন্ত সব শিক্ষক ট্রেনিংয়ের আওতায় আসেননি। আবার শিক্ষকদের যে শিক্ষক নির্দেশিকা দেওয়া হয়েছে, তা মানসম্মত নয়। তাড়াহুড়ো করে প্রণীত হওয়ায় সেটি শিক্ষকেরা নিজেরাই বুঝে উঠতে পারছেন না। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদেরও ব্যস্ত থাকতে হয়। ক্লাসের সময়ও বেশি। অনেক স্কুলে পর্যাপ্তসংখ্যক শিক্ষক নেই। অপর্যাপ্ত শিখনসামগ্রী আর সেই সঙ্গে মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় নতুন কারিকুলামের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষকেরা জানান, নতুন কারিকুলাম বেশ ভালো। কিন্তু বাস্তবায়ন বেশ কঠিন। কারণ হিসেবে তাঁরা বলেন, উন্নত দেশগুলোর আদলে এই শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন করতে যে মানের শিক্ষক ও শিক্ষার পরিবেশ প্রয়োজন, তা আমাদের নেই। নতুন কারিকুলামে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১: ৩০ হওয়া দরকার। কিন্তু অনেক স্কুলে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা এর দ্বিগুণ, কোথাও তিন গুণ। এতে করে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। এই কারিকুলামে কোনো পরীক্ষা নেই। বছরে দুবার মূল্যায়ন করা হয়। শুরুতে ট্রেনিং দেওয়া হলেও সেখানে মূল্যায়ন নিয়ে কোনো ধারণা দেওয়া হয়নি। চলতি মাসের মাঝামাঝি এসে মূল্যায়ন সম্পর্কে জানানো হয়। এখানে Performence (দক্ষতা) ও Behaviour (আচরণগত) দুটি Indicator (সূচক) অনুযায়ী মূল্যায়ন করা হয়।
দিনাজপুর কালেক্টরেট উচ্চবিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাইয়ান হাসানের পিতা কামরুল হাসান বলেন, ‘গত তিন বছর করোনার কারণে আমাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ করেই নতুন কারিকুলাম নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়েছি। শিক্ষায় মূল বিষয়ের ওপর ফোকাস না করায় আমরা চিন্তিত ও শঙ্কিত।’
এ বিষয়ে দিনাজপুর কালেক্টরেট উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক রাহিনুর ইসলাম সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশে নতুন কারিকুলামকে অনেকেই হয়তো স্বাগত জানাতে পারছেন না; কারণ, এটি তাদের কাছে সম্পূর্ণ নতুন। আমরা এক মুখে বলছি, আমাদের আন্তর্জাতিক মানের কারিকুলাম হলে ভালো হয়, অন্যদিকে তার বিরোধিতা করছি। এসব সমস্যার সমাধানে আরও গবেষণা দরকার।’

চলতি বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদানে ব্যাপক পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। এই তিন শ্রেণিতে বছরজুড়ে পড়ানো হচ্ছে নতুন কারিকুলাম অনুযায়ী। ক্লাসে এখন ছোট ছোট গ্রুপ তৈরি করে দলগতভাবে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজের মাধ্যমে জ্ঞান আহরণ করছে। তবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের নেই গতানুগতিক পড়াশোনা, মুখস্থ করা কিংবা বাড়ির কাজ।
বছরের শুরু থেকেই নতুন এই শিক্ষা পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছেন অভিভাবকেরা। ধারণা না থাকায় অধিকাংশ অভিভাবক এই কারিকুলাম সম্পর্কে অভিযোগ তুলেছেন। তাঁদের সবচেয়ে বড় অভিযোগ, এসব শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে নিয়মিত হলেও বাড়িতে তেমন কিছুই পড়ছে না। শিক্ষার্থীরা স্কুলে যা শিখছে, বাড়িতে এসে যা করছে, সেগুলো পড়াশোনার পর্যায়ে পড়ে বলে মনে করছেন না অভিভাবকেরা। এ নিয়ে নতুন এই শিক্ষাক্রম বাতিলের দাবিও জানিয়েছেন তাঁরা।
বিতর্ক থাকলেও নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা তাদের পাঠক্রমের একটি বছর ইতিমধ্যে অতিক্রম করেছে। এখন চলছে বার্ষিক মূল্যায়ন ক্লাস। প্রচলিত ধ্যানধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন এই শিক্ষাক্রমে শিক্ষার্থীরা কেমন করছে, তা জানতে আজকের পত্রিকার পক্ষ থেকে উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসন্ধান চালানো হয়। বেশ কয়েকটি বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, পাঁচ বা ছয় দিনের একটি প্রশিক্ষণ নিয়ে জেলা পর্যায়ে যাঁরা প্রশিক্ষক হয়েছেন, তাঁরাই আবার শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। অসম্পূর্ণ ধারণা নিয়ে ক্লাসে গিয়ে শিক্ষকেরা নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান করাতে বিড়ম্বনায় পড়ছেন। শিক্ষকেরা জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। কিন্তু এটি আরও সময় নিয়ে বাস্তবায়ন করা দরকার ছিল। যেসব শিক্ষার্থী এই শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হয়েছে, তারা করোনাকালীন প্রায় তিন বছর ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। যদিও সে সময় অনলাইনে পাঠদান চলেছে, কিন্তু মোবাইল, ইন্টারনেট না থাকা এবং অভিভাবকদের সচেতনতার অভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক ঘাটতি।
বিশেষ করে গ্রামের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছে। তাঁরা আরও জানান, মাত্র পাঁচ দিনের ট্রেনিং সম্পূর্ণ নতুন একটি কারিকুলামের জন্য যথেষ্ট নয়। এখন পর্যন্ত সব শিক্ষক ট্রেনিংয়ের আওতায় আসেননি। আবার শিক্ষকদের যে শিক্ষক নির্দেশিকা দেওয়া হয়েছে, তা মানসম্মত নয়। তাড়াহুড়ো করে প্রণীত হওয়ায় সেটি শিক্ষকেরা নিজেরাই বুঝে উঠতে পারছেন না। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদেরও ব্যস্ত থাকতে হয়। ক্লাসের সময়ও বেশি। অনেক স্কুলে পর্যাপ্তসংখ্যক শিক্ষক নেই। অপর্যাপ্ত শিখনসামগ্রী আর সেই সঙ্গে মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় নতুন কারিকুলামের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষকেরা জানান, নতুন কারিকুলাম বেশ ভালো। কিন্তু বাস্তবায়ন বেশ কঠিন। কারণ হিসেবে তাঁরা বলেন, উন্নত দেশগুলোর আদলে এই শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন করতে যে মানের শিক্ষক ও শিক্ষার পরিবেশ প্রয়োজন, তা আমাদের নেই। নতুন কারিকুলামে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১: ৩০ হওয়া দরকার। কিন্তু অনেক স্কুলে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা এর দ্বিগুণ, কোথাও তিন গুণ। এতে করে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। এই কারিকুলামে কোনো পরীক্ষা নেই। বছরে দুবার মূল্যায়ন করা হয়। শুরুতে ট্রেনিং দেওয়া হলেও সেখানে মূল্যায়ন নিয়ে কোনো ধারণা দেওয়া হয়নি। চলতি মাসের মাঝামাঝি এসে মূল্যায়ন সম্পর্কে জানানো হয়। এখানে Performence (দক্ষতা) ও Behaviour (আচরণগত) দুটি Indicator (সূচক) অনুযায়ী মূল্যায়ন করা হয়।
দিনাজপুর কালেক্টরেট উচ্চবিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাইয়ান হাসানের পিতা কামরুল হাসান বলেন, ‘গত তিন বছর করোনার কারণে আমাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ করেই নতুন কারিকুলাম নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়েছি। শিক্ষায় মূল বিষয়ের ওপর ফোকাস না করায় আমরা চিন্তিত ও শঙ্কিত।’
এ বিষয়ে দিনাজপুর কালেক্টরেট উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক রাহিনুর ইসলাম সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশে নতুন কারিকুলামকে অনেকেই হয়তো স্বাগত জানাতে পারছেন না; কারণ, এটি তাদের কাছে সম্পূর্ণ নতুন। আমরা এক মুখে বলছি, আমাদের আন্তর্জাতিক মানের কারিকুলাম হলে ভালো হয়, অন্যদিকে তার বিরোধিতা করছি। এসব সমস্যার সমাধানে আরও গবেষণা দরকার।’

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে