মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে খাবার পানির সংকট নিরসনে তারাপাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ১০টি তারাপাম্প বসানো হয়েছে। আরও ৪টি স্থাপনকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম।
এ বিষয়ে ‘নলকূপে মিলছে না পানি, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা’ শিরোনামে গত ৫ মে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছে, মিঠাপুকুর উপজেলার খোড়া গাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত নলকূপে পানি উঠছে না। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলো অচল হয়ে পড়েছে। বিশেষ করে ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় সকল নলকূপের একই অবস্থা। জারুল্যাপুর, রাংগাতিপাড়া, মাঠের হাট, ধরের পাড় ও পাইকার পাড়া গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। গৃহিণীরা দূর-দূরান্তর থেকে খাবার পানি সংগ্রহ করছিলেন।
ইউনিয়ন পরিষদ সদস্য নুরুন নবী মিয়া জানিয়েছিলেন, তাঁর এলাকায় শতাধিক নলকূপ থেকে পানি উঠছে না। একই কথা বলেছিলেন ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। তিনি তাঁর ইউনিয়নে পানীয় জলের সংকট নিরসনে বেশি করে তারা পাম্প স্থাপনের দাবি জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মাটির নিচে সাধারণত ২২ থেকে ২৫ ফুট গভীরে পানির স্তর পাওয়া যায়। কিন্তু খোড়াগাছ ইউনিয়নের লাল মাটি এলাকায় ৩০ থেকে ৩৫ ফুট নিচে পানির স্তর নেমে গেছে। নলকূপের বোরিং কম। এ এলাকায় ৩০ থেকে ৪০ ফুটের বেশি পাইপ বসানো হয় না। এ কারণে অনেক নলকূপ থেকে পানি উঠছে না।
প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, ‘খাবার পানির সংকট নিরসনে ইতিমধ্যে ১০টি তারাপাম্প স্থাপন এবং ৭টির প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আরও ৪টি তারাপাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।’
আজিজুল ইসলাম আরও বলেন, ‘২০৩০ সালে পানির সংকট আরও তীব্র হবে। কারণ প্রতিদিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। খরা মৌসুমে পানির সংকট মোকাবিলা করতে হলে নলকূপ স্থাপন করার সময় কমপক্ষে ১৮০ ফুট বোরিং করে পাইপ বসাতে হবে।’

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে খাবার পানির সংকট নিরসনে তারাপাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ১০টি তারাপাম্প বসানো হয়েছে। আরও ৪টি স্থাপনকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম।
এ বিষয়ে ‘নলকূপে মিলছে না পানি, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা’ শিরোনামে গত ৫ মে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছে, মিঠাপুকুর উপজেলার খোড়া গাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত নলকূপে পানি উঠছে না। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলো অচল হয়ে পড়েছে। বিশেষ করে ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় সকল নলকূপের একই অবস্থা। জারুল্যাপুর, রাংগাতিপাড়া, মাঠের হাট, ধরের পাড় ও পাইকার পাড়া গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। গৃহিণীরা দূর-দূরান্তর থেকে খাবার পানি সংগ্রহ করছিলেন।
ইউনিয়ন পরিষদ সদস্য নুরুন নবী মিয়া জানিয়েছিলেন, তাঁর এলাকায় শতাধিক নলকূপ থেকে পানি উঠছে না। একই কথা বলেছিলেন ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। তিনি তাঁর ইউনিয়নে পানীয় জলের সংকট নিরসনে বেশি করে তারা পাম্প স্থাপনের দাবি জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মাটির নিচে সাধারণত ২২ থেকে ২৫ ফুট গভীরে পানির স্তর পাওয়া যায়। কিন্তু খোড়াগাছ ইউনিয়নের লাল মাটি এলাকায় ৩০ থেকে ৩৫ ফুট নিচে পানির স্তর নেমে গেছে। নলকূপের বোরিং কম। এ এলাকায় ৩০ থেকে ৪০ ফুটের বেশি পাইপ বসানো হয় না। এ কারণে অনেক নলকূপ থেকে পানি উঠছে না।
প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, ‘খাবার পানির সংকট নিরসনে ইতিমধ্যে ১০টি তারাপাম্প স্থাপন এবং ৭টির প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আরও ৪টি তারাপাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।’
আজিজুল ইসলাম আরও বলেন, ‘২০৩০ সালে পানির সংকট আরও তীব্র হবে। কারণ প্রতিদিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। খরা মৌসুমে পানির সংকট মোকাবিলা করতে হলে নলকূপ স্থাপন করার সময় কমপক্ষে ১৮০ ফুট বোরিং করে পাইপ বসাতে হবে।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে