হবিগঞ্জ ও বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা। তাঁরা ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন, পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসের ইমরুল হাসান, ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের জুলফিকার আলী ভুট্টু ও মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন রংপুরে একটি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে সকালে মাইক্রোবাসযোগে রওনা হন। পথে বেঙপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজন মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বীরগঞ্জ থানার (ওসি) আবদুল গফুর জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুই বাসের সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, দুপুরের দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়েল পরিবহনের চালক, শামীম এন্টারপ্রাইজের হেলপারসহ তিনজন নিহত হন।
ওসি বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া বাস দুটি উদ্ধার করা হয়েছে।

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা। তাঁরা ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন, পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসের ইমরুল হাসান, ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের জুলফিকার আলী ভুট্টু ও মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন রংপুরে একটি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে সকালে মাইক্রোবাসযোগে রওনা হন। পথে বেঙপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজন মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বীরগঞ্জ থানার (ওসি) আবদুল গফুর জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুই বাসের সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, দুপুরের দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়েল পরিবহনের চালক, শামীম এন্টারপ্রাইজের হেলপারসহ তিনজন নিহত হন।
ওসি বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া বাস দুটি উদ্ধার করা হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
২৮ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
৩১ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে