পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় আমন ধানখেতে ইঁদুর নিধনে ‘চোঙ্গা ফাঁদ’ পদ্ধতি কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। গত কয়েক বছরে কৃষকেরা ধানখেতে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এ বছর বাঁশ দিয়ে তৈরি চোঙ্গা ফাঁদ কৃষকদের মাঝে সাড়া ফেলেছে।
সরেজমিনে উপজেলার পারুল, ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা, তাম্বুলপুর, পীরগাছা, ও কান্দিসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ। সবুজ শ্যামল ধান খেতগুলো ফুলে ফেঁপে বেরিয়ে আসতে চাইছে। এ সময় জমিতে পানি না থাকার কারণে উৎপাত শুরু করেছে ইঁদুরের দল। গত কয়েক বছরে এসব ইঁদুর বিনষ্ট করেছে কৃষকদের হাজার হাজার মণ ধান।
ইঁদুর নিধনে জিংক পাউডার, গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষ ব্যবহার করে কোনো লাভ হয়নি। এ বছরও আমন ধানখেতে ইদুরের উৎপাত শুরু হলে কৃষকেরা উপজেলা কৃষি অফিস ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বাঁশের সাহায্যে চোঙ্গা ফাঁদ পদ্ধতি তৈরি করেন। আর রাতের বেলা ধানখেতে এ চোঙ্গা ফাঁদ পেতে ইঁদুর নিধনে ব্যাপক সফলতা পাওয়া গেছে।
পীরগাছা সদরের কয়েকটি ফসলের জমিতে গিয়ে দেখা যায়, বেড়ে ওঠা ধান গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে ইঁদুর। ওই জমিতে ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামের কৃষক নুরুল আমিন ও মোখলেছ মিয়া জানান, প্রতি বছর ইঁদুর অর্ধেক ধান নষ্ট করতো। এ বছর চোঙ্গা ফাঁদ ব্যবহার করায় ইঁদুরের উপদ্রব অনেক কমেছে।
সদর ইউনিয়নের কৃষক জামাল হোসেন বলেন, আমি চোঙ্গা ফাঁদ ব্যবহার করে এক রাতে ১৫টি ইঁদুর ধরেছি। উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক বলেন, আগে কৃষকেরা ইঁদুরের কাছে অসহায় হয়ে পড়েছিলেন। এখন আমরা নানাভাবে কৃষকদের পরামর্শ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছি। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম বলেন, এ উপজেলার নয়টি ইউনিয়নে ধানের জমির মধ্যে পানি না থাকায় ইঁদুরের উৎপাত বেশি। আমরা প্রতি সপ্তাহে কৃষকদের ফসল রক্ষায় সব উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। চোঙ্গা ফাঁদ পদ্ধতিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে খরচ কম, তাই কৃষকেরা ব্যবহারও করছেন।

রংপুরের পীরগাছায় আমন ধানখেতে ইঁদুর নিধনে ‘চোঙ্গা ফাঁদ’ পদ্ধতি কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। গত কয়েক বছরে কৃষকেরা ধানখেতে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এ বছর বাঁশ দিয়ে তৈরি চোঙ্গা ফাঁদ কৃষকদের মাঝে সাড়া ফেলেছে।
সরেজমিনে উপজেলার পারুল, ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা, তাম্বুলপুর, পীরগাছা, ও কান্দিসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ। সবুজ শ্যামল ধান খেতগুলো ফুলে ফেঁপে বেরিয়ে আসতে চাইছে। এ সময় জমিতে পানি না থাকার কারণে উৎপাত শুরু করেছে ইঁদুরের দল। গত কয়েক বছরে এসব ইঁদুর বিনষ্ট করেছে কৃষকদের হাজার হাজার মণ ধান।
ইঁদুর নিধনে জিংক পাউডার, গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষ ব্যবহার করে কোনো লাভ হয়নি। এ বছরও আমন ধানখেতে ইদুরের উৎপাত শুরু হলে কৃষকেরা উপজেলা কৃষি অফিস ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বাঁশের সাহায্যে চোঙ্গা ফাঁদ পদ্ধতি তৈরি করেন। আর রাতের বেলা ধানখেতে এ চোঙ্গা ফাঁদ পেতে ইঁদুর নিধনে ব্যাপক সফলতা পাওয়া গেছে।
পীরগাছা সদরের কয়েকটি ফসলের জমিতে গিয়ে দেখা যায়, বেড়ে ওঠা ধান গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে ইঁদুর। ওই জমিতে ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামের কৃষক নুরুল আমিন ও মোখলেছ মিয়া জানান, প্রতি বছর ইঁদুর অর্ধেক ধান নষ্ট করতো। এ বছর চোঙ্গা ফাঁদ ব্যবহার করায় ইঁদুরের উপদ্রব অনেক কমেছে।
সদর ইউনিয়নের কৃষক জামাল হোসেন বলেন, আমি চোঙ্গা ফাঁদ ব্যবহার করে এক রাতে ১৫টি ইঁদুর ধরেছি। উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক বলেন, আগে কৃষকেরা ইঁদুরের কাছে অসহায় হয়ে পড়েছিলেন। এখন আমরা নানাভাবে কৃষকদের পরামর্শ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছি। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম বলেন, এ উপজেলার নয়টি ইউনিয়নে ধানের জমির মধ্যে পানি না থাকায় ইঁদুরের উৎপাত বেশি। আমরা প্রতি সপ্তাহে কৃষকদের ফসল রক্ষায় সব উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। চোঙ্গা ফাঁদ পদ্ধতিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে খরচ কম, তাই কৃষকেরা ব্যবহারও করছেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে