পঞ্চগড় প্রতিনিধি

নারায়ণগঞ্জ থেকে ‘প্রেমিকের’ সঙ্গে দেখা করতে গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন বলে এক তরুণী (২২) পঞ্চগড়ের বোদা থানায় মামলা করছেন। গত শনিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।
এদিকে ওই তরুণীর মামলার পর গতকাল রোববার রাতে বোদা থানা-পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আব্দুল মালেককে (২৪) গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুল মালেক বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকার মহিদুলের ছেলে। মামলার অপর আসামিরা হলেন বোদা সদর ইউনিয়নের প্রসাদ খাওয়া গ্রামের রহিদুলের ছেলে আপন (২৫), বামনপাড়া এলাকার সামসুদ্দীনের ছেলে আলমগীর (২২) ও একই এলাকার মকবুলের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৯ মাস আগে ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় আব্দুল মালেকের। পরিচয়ের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে বিয়ের আশ্বাসে গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে পঞ্চগড়ের বোদায় প্রেমিক আব্দুল মালেকের কাছে যান ওই তরুণী। ওই দিন রাতে তাঁকে অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয় প্রসাদ খাওয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে। এ সময় অন্য আসামিরাও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে বাসা ফাঁকা দেখতে পেয়ে ওই তরুণী চলে যেতে চান। এ সময় মালেক তাঁকে বিয়ের জন্য কাজির বাড়িতে নেওয়ার কথা বলে একটি নির্জন এলাকায় (আমবাগানে) নিয়ে যান। সেখানে আসামিরা মুখ-হাত চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ থেকে ‘প্রেমিকের’ সঙ্গে দেখা করতে গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন বলে এক তরুণী (২২) পঞ্চগড়ের বোদা থানায় মামলা করছেন। গত শনিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।
এদিকে ওই তরুণীর মামলার পর গতকাল রোববার রাতে বোদা থানা-পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আব্দুল মালেককে (২৪) গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুল মালেক বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকার মহিদুলের ছেলে। মামলার অপর আসামিরা হলেন বোদা সদর ইউনিয়নের প্রসাদ খাওয়া গ্রামের রহিদুলের ছেলে আপন (২৫), বামনপাড়া এলাকার সামসুদ্দীনের ছেলে আলমগীর (২২) ও একই এলাকার মকবুলের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৯ মাস আগে ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় আব্দুল মালেকের। পরিচয়ের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে বিয়ের আশ্বাসে গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে পঞ্চগড়ের বোদায় প্রেমিক আব্দুল মালেকের কাছে যান ওই তরুণী। ওই দিন রাতে তাঁকে অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয় প্রসাদ খাওয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে। এ সময় অন্য আসামিরাও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে বাসা ফাঁকা দেখতে পেয়ে ওই তরুণী চলে যেতে চান। এ সময় মালেক তাঁকে বিয়ের জন্য কাজির বাড়িতে নেওয়ার কথা বলে একটি নির্জন এলাকায় (আমবাগানে) নিয়ে যান। সেখানে আসামিরা মুখ-হাত চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন লাখিরচর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রোহিতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন ওরফে বশির মেম্বার (৪৫)
১৫ মিনিট আগে
সাদুল্লাপুরে শারমিন সুলতানা (৩৭) নামের এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী আহত নারীর মামলায় তাঁর সাবেক স্বামী আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা জমি-গাড়ি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২৯ মিনিট আগে
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বাণিজ্যিক স্পেস, দোকান ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
৩৩ মিনিট আগে