প্রতিনিধি

দিনাজপুর: করোনার সময় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কমবেশি সবাই। ফলে রমজানে ইফতারের তালিকায় সবাই ফল রাখছেন। এতে চাহিদা সবধরনের ফলের চাহিদা বেড়েছে। কিন্তু এরই সুযোগ নিয়ে দিনাজপুরের কিছু অসাধু ব্যবসায়ীরা সবধরনের ফলের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন।
ফল ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, সরবরাহ কম থাকায় এবং লকডাউনে গাড়ি বন্ধ থাকায় সব ধরনের ফল এর দাম পাইকারি বাজারে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
দিনাজপুর বাহাদুর বাজারের ফল ব্যবসায়ী দুলাল বলেন বলেন, আমদানি নেই বলে ফলের দাম বেশি। আমাদের আগে থেকে মজুদ ছিল বলে এই দামে দিচ্ছি।
বর্তমানে কমলা, বেদেনার দাম একই থাকলেও পেয়ারা, আপেল, আঙ্গুর ও আনারসের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তরমুজ কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
| ফল | আগের দাম | বর্তমান দাম |
|---|---|---|
| আপেল | ১৩০ | ১৮০–২০০ |
| মাল্টা | ১৬০ | ১৮০ |
| পেঁপে | ৭০–৮০ | ৯০–১০০ |
| আঙ্গুর | ২০০ | ২৮০ |
| পেয়ারা | ৪০ | ৮০ |
| ডাব | ৪০–৫০ | ৮০–১০০ |
| কলা (হালি) | ৫–৮ | ২৫–৩৫ |
পাশাপাশি রমজানে খেজুরের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে খেজুরের। মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে, ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজিতে। আজুয়া খেজুর ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। খোলা সাধারণ খেজুর বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
ফল কিনতে আসা আব্দুর রশিদ বলেন, ইফতারির জন্য খেজুর কিনতে এসেছিলাম। ভালো মানের খেজুরের দাম একটু বেশি হলেও সাধারণ খেজুর দাম সাধ্যের মধ্যেই আছে।

দিনাজপুর: করোনার সময় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কমবেশি সবাই। ফলে রমজানে ইফতারের তালিকায় সবাই ফল রাখছেন। এতে চাহিদা সবধরনের ফলের চাহিদা বেড়েছে। কিন্তু এরই সুযোগ নিয়ে দিনাজপুরের কিছু অসাধু ব্যবসায়ীরা সবধরনের ফলের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন।
ফল ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, সরবরাহ কম থাকায় এবং লকডাউনে গাড়ি বন্ধ থাকায় সব ধরনের ফল এর দাম পাইকারি বাজারে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
দিনাজপুর বাহাদুর বাজারের ফল ব্যবসায়ী দুলাল বলেন বলেন, আমদানি নেই বলে ফলের দাম বেশি। আমাদের আগে থেকে মজুদ ছিল বলে এই দামে দিচ্ছি।
বর্তমানে কমলা, বেদেনার দাম একই থাকলেও পেয়ারা, আপেল, আঙ্গুর ও আনারসের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তরমুজ কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
| ফল | আগের দাম | বর্তমান দাম |
|---|---|---|
| আপেল | ১৩০ | ১৮০–২০০ |
| মাল্টা | ১৬০ | ১৮০ |
| পেঁপে | ৭০–৮০ | ৯০–১০০ |
| আঙ্গুর | ২০০ | ২৮০ |
| পেয়ারা | ৪০ | ৮০ |
| ডাব | ৪০–৫০ | ৮০–১০০ |
| কলা (হালি) | ৫–৮ | ২৫–৩৫ |
পাশাপাশি রমজানে খেজুরের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে খেজুরের। মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে, ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজিতে। আজুয়া খেজুর ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। খোলা সাধারণ খেজুর বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
ফল কিনতে আসা আব্দুর রশিদ বলেন, ইফতারির জন্য খেজুর কিনতে এসেছিলাম। ভালো মানের খেজুরের দাম একটু বেশি হলেও সাধারণ খেজুর দাম সাধ্যের মধ্যেই আছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে