Ajker Patrika

নীলফামারীর দারোয়ানী সুতাকল চালুর দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর দারোয়ানী সুতাকল চালুর দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীর দারোয়ানী সুতাকল চালুর দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর দারোয়ানী সুতাকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ সোমবার টেক্সটাইল মিল এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লা, সুতাকল সিবিএর সাবেক সভাপতি ওবায়দুল হক মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মিল স্থাপন করেন। দেশের সুতার চাহিদা মিটিয়ে রপ্তানিও করা হতো এই মিল থেকে। বেকারত্ব দূরীকরণ ছাড়াও এলাকার উন্নয়নে এই মিল বিশেষ ভূমিকা রাখে, অথচ মিলটি বন্ধ ঘোষণা করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রে। আমরা দাবি জানাই, দ্রুত মিলটি চালু করা হোক। পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত