ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে পাঙ্গাঁ মহেশ চন্দ্র লালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এ অভিযোগ তুলেছেন। এ ছাড়াও বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ম্যানেজিং কমিটির সদস্যেদের ফাঁকা রেজুলেশন বইয়ে অতিরিক্ত স্বাক্ষর নেওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বিপিএএ এর কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা।
অভিযোগকারীরা হলেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মানিক চন্দ্র বর্মণ, মো. খতেজুর ইসলাম, মো. মমিনুর রহমান, মোছা. মরিয়ম বেগম।
ম্যানেজিং কমিটির ৪ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে চলতি বছরের ৬ আগস্ট একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই নিয়োগ পরীক্ষা শেষ করতে প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন সুকৌশলে সদস্যদের রেজুলেশন বইতে অতিরিক্ত স্বাক্ষর করে নেন। গত ছয় মাসে সদস্যদের নিয়ে বিদ্যালয়ের কোনো সভা ডাকা হয়নি। পরে ম্যানেজিং কমিটির সভা না ডেকে বিদ্যালয়ের আয় ব্যয়সহ বিদ্যালয়ের বিভিন্ন হিসাব নিকাশ পূর্বে স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বইতে রেজুলেশন লিখে হিসাব নিকাশ দিতে টালবাহানা করেন।
উল্লেখিত স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বই উদ্ধার ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের প্রতিকার চেয়ে ইউএনও নাজমুল আলম বিপিএএর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগতির জন্য অনুলিপি দেওয়া হয়েছে।
অভিযোগকারী মানিক চন্দ্র বর্মণ বলেন, প্রধান শিক্ষক নিয়োগ কথা বলে রেজুলেশন বইয়ের অনেক ফাঁকা কাগজে আমাদের কাছে স্বাক্ষর নেয়। এখন তিনি সেই স্বাক্ষর দিয়ে সব কাজ করছে। আমাদের কোনো হিসাব দিচ্ছে না। কোনো মিটিংও ডাকছে না।
প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর মিটিং করা হয়েছে এবং তাঁদের উপস্থিতির স্বাক্ষর আছে।
ইউএনও নাজমুল আলম বিপিএএ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর ডোমারে পাঙ্গাঁ মহেশ চন্দ্র লালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এ অভিযোগ তুলেছেন। এ ছাড়াও বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ম্যানেজিং কমিটির সদস্যেদের ফাঁকা রেজুলেশন বইয়ে অতিরিক্ত স্বাক্ষর নেওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বিপিএএ এর কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা।
অভিযোগকারীরা হলেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মানিক চন্দ্র বর্মণ, মো. খতেজুর ইসলাম, মো. মমিনুর রহমান, মোছা. মরিয়ম বেগম।
ম্যানেজিং কমিটির ৪ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে চলতি বছরের ৬ আগস্ট একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই নিয়োগ পরীক্ষা শেষ করতে প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন সুকৌশলে সদস্যদের রেজুলেশন বইতে অতিরিক্ত স্বাক্ষর করে নেন। গত ছয় মাসে সদস্যদের নিয়ে বিদ্যালয়ের কোনো সভা ডাকা হয়নি। পরে ম্যানেজিং কমিটির সভা না ডেকে বিদ্যালয়ের আয় ব্যয়সহ বিদ্যালয়ের বিভিন্ন হিসাব নিকাশ পূর্বে স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বইতে রেজুলেশন লিখে হিসাব নিকাশ দিতে টালবাহানা করেন।
উল্লেখিত স্বাক্ষর নেওয়া ফাঁকা রেজুলেশন বই উদ্ধার ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের প্রতিকার চেয়ে ইউএনও নাজমুল আলম বিপিএএর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগতির জন্য অনুলিপি দেওয়া হয়েছে।
অভিযোগকারী মানিক চন্দ্র বর্মণ বলেন, প্রধান শিক্ষক নিয়োগ কথা বলে রেজুলেশন বইয়ের অনেক ফাঁকা কাগজে আমাদের কাছে স্বাক্ষর নেয়। এখন তিনি সেই স্বাক্ষর দিয়ে সব কাজ করছে। আমাদের কোনো হিসাব দিচ্ছে না। কোনো মিটিংও ডাকছে না।
প্রধান শিক্ষক আবু জাফর সামছুদ্দিন লিটন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর মিটিং করা হয়েছে এবং তাঁদের উপস্থিতির স্বাক্ষর আছে।
ইউএনও নাজমুল আলম বিপিএএ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে