Ajker Patrika

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রতিনিধি, রংপুর 
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রংপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গিয়ে হাওয়া বেগম (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। পরে জরুরি ভিত্তিতে ওই নারীকে রংপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত নারীর ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মীর হাজীর বাগ (বাসা নং-২২৯) গেন্ডারিয়া, শ্যামপুর এলাকার মনসুর আলী সরকার ও ফিরোজা খাতুনের মেয়ে। 

রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, ওই নারী চার্জার রিকশা করে বাংলাদেশ ব্যাংকের মোড় হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মনোয়ার হোসেন আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। তবে জাতীয় পরিচয়পত্র থেকে পাওয়া ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত