নীলফামারী প্রতিনিধি

বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসের আর মাত্র কয়েক দিন বাকি। দিবস দুটি উপলক্ষে নীলফামারীর ফুল ব্যবসায়ীরা বিভিন্ন জাতের ফুল আমদানি শুরু করেছেন। তাঁদের আশা, এবার জেলায় অর্ধ কোটি টাকার ফুল বিক্রি হবে। বাগানের মালিকেরাও ভালো দামের আশা করছেন।
সৈয়দপুর প্লাজার সাদিয়ানা ওয়েডিং ফ্লাওয়ার শপের মালিক আব্দুল সাজিদ আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে ফুলের দাম বেড়েছে। এতে প্রতিটি ৫ টাকার লিংকন ও মেরিন্ডা গোলাপ ২০–৩০, থাই গোলাপ ২০–৪০, প্রতিটি ৬ টাকার রজনীগন্ধা ১৫, গ্লাডিওলাস ১৫–৩০, চন্দ্র মল্লিকা ৫–১০, প্রতি একশ গাঁদা ৭০–৮০, এক আঁটি জিপসি ফুল ৩০–১০০ টাকায় বিক্রি হচ্ছে।
নীলফামারী পৌর মার্কেটের ফুল উৎসব নামের দোকানের মালিক সোহেল আহমেদ বলেন, ভালোবাসা দিবস ও পয়লা ফাগুনের দিন যতই ঘনিয়ে আসছে পাইকারি বাজারে ফুলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। দাম বৃদ্ধির কারণে ৪০ টাকার থাই গোলাপ ৮০-১০০,১০০ টাকার এক আঁটি জিপসি ১৪০-১৫০ এবং ৮০ টাকার প্রতি একশ গাঁদা ফুল ১৮০-২০০ টাকায় বিক্রি হতে পারে।
শহীদ ডা. জিকরুল হক সড়কের পাপন ফুল বিতানের মালিক মবিনুল ইসলাম এ্যাপোলো বলেন, যশোর ও ঝিনাইদহ থেকে এখানকার ব্যবসায়ীরা ফুল আমদানি করেন। দুই দিবসে জেলায় স্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে ৩০টি দোকানে ফুল বিক্রি হবে। টার্গেট ধরা হয়েছে অর্ধ কোটি টাকা।
তিনি আমদানির পাশাপাশি নিজের চার বিঘা জমিতে গোলাপের চাষ করেছেন। আশাতীত দাম পাওয়ায় তিনি খুশি।
ঝিনাইদহের কালিগঞ্জের পাইকারি ফুল ব্যবসায়ী রোহান পুষ্প বিতানের স্বত্বাধিকারী শামিম হোসেনের সঙ্গে। তিনি বলেন, এক সপ্তাহ আগে পাইকারি দরে প্রতিদিন ৮০ হাজার থেকে ১ লাখ টাকার ফুল বিক্রি করতেন। বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে এখন প্রতিদিন ৫ থেকে ৮ লাখ টাকার ফুল বিক্রি করছেন।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হোমায়রা মণ্ডল বলেন, ফুল চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি লাভজনক হওয়ায় ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে বাগান গড়ে উঠেছে। ফুল চাষিদের সব ধরনের সহযোগিতা দিতে মাঠ পর্যায়েও কৃষি বিভাগের লোকজন কাজ করছে।

বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসের আর মাত্র কয়েক দিন বাকি। দিবস দুটি উপলক্ষে নীলফামারীর ফুল ব্যবসায়ীরা বিভিন্ন জাতের ফুল আমদানি শুরু করেছেন। তাঁদের আশা, এবার জেলায় অর্ধ কোটি টাকার ফুল বিক্রি হবে। বাগানের মালিকেরাও ভালো দামের আশা করছেন।
সৈয়দপুর প্লাজার সাদিয়ানা ওয়েডিং ফ্লাওয়ার শপের মালিক আব্দুল সাজিদ আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে ফুলের দাম বেড়েছে। এতে প্রতিটি ৫ টাকার লিংকন ও মেরিন্ডা গোলাপ ২০–৩০, থাই গোলাপ ২০–৪০, প্রতিটি ৬ টাকার রজনীগন্ধা ১৫, গ্লাডিওলাস ১৫–৩০, চন্দ্র মল্লিকা ৫–১০, প্রতি একশ গাঁদা ৭০–৮০, এক আঁটি জিপসি ফুল ৩০–১০০ টাকায় বিক্রি হচ্ছে।
নীলফামারী পৌর মার্কেটের ফুল উৎসব নামের দোকানের মালিক সোহেল আহমেদ বলেন, ভালোবাসা দিবস ও পয়লা ফাগুনের দিন যতই ঘনিয়ে আসছে পাইকারি বাজারে ফুলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। দাম বৃদ্ধির কারণে ৪০ টাকার থাই গোলাপ ৮০-১০০,১০০ টাকার এক আঁটি জিপসি ১৪০-১৫০ এবং ৮০ টাকার প্রতি একশ গাঁদা ফুল ১৮০-২০০ টাকায় বিক্রি হতে পারে।
শহীদ ডা. জিকরুল হক সড়কের পাপন ফুল বিতানের মালিক মবিনুল ইসলাম এ্যাপোলো বলেন, যশোর ও ঝিনাইদহ থেকে এখানকার ব্যবসায়ীরা ফুল আমদানি করেন। দুই দিবসে জেলায় স্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে ৩০টি দোকানে ফুল বিক্রি হবে। টার্গেট ধরা হয়েছে অর্ধ কোটি টাকা।
তিনি আমদানির পাশাপাশি নিজের চার বিঘা জমিতে গোলাপের চাষ করেছেন। আশাতীত দাম পাওয়ায় তিনি খুশি।
ঝিনাইদহের কালিগঞ্জের পাইকারি ফুল ব্যবসায়ী রোহান পুষ্প বিতানের স্বত্বাধিকারী শামিম হোসেনের সঙ্গে। তিনি বলেন, এক সপ্তাহ আগে পাইকারি দরে প্রতিদিন ৮০ হাজার থেকে ১ লাখ টাকার ফুল বিক্রি করতেন। বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে এখন প্রতিদিন ৫ থেকে ৮ লাখ টাকার ফুল বিক্রি করছেন।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হোমায়রা মণ্ডল বলেন, ফুল চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি লাভজনক হওয়ায় ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে বাগান গড়ে উঠেছে। ফুল চাষিদের সব ধরনের সহযোগিতা দিতে মাঠ পর্যায়েও কৃষি বিভাগের লোকজন কাজ করছে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে