Ajker Patrika

বাকিতে সিগারেট না দেওয়ায় বাবা-ছেলেকে ছুরিকাঘাত, মৃত্যু ১

প্রতিনিধি, বগুড়া সদর (বগুড়া)
বাকিতে সিগারেট না দেওয়ায় বাবা-ছেলেকে ছুরিকাঘাত, মৃত্যু ১

সিগারেট বাকিতে কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাকিব হৃদয় (২৪) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ছুরিকাঘাতের ঘটনায় তাঁর বাবা মামুনুর রশিদও (৫৫) আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কৈপাড়াতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কৈপাড়া এলাকার রাকিবের মুদির দোকানে স্থানীয় আশিক ও স্বাধীন সিগারেট কেনার জন্য আসেন। সেখানে বাকিতে সিগারেট কিনতে চান তারা। বিষয়টি নিয়ে দোকানদারের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় তারা দোকানে সিগারেট জ্বালাতে গেলে রাকিবের বাবা মামুনুর রশিদ তাদের নিষেধ করেন। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে আশিক ও স্বাধীন সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ৫ থেকে ৭ জনকে নিয়ে এসে তারা দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা করে হৃদয় ও তার বাবাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, খুব সাধারণ বিষয় নিয়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ছুরিকাঘাতের মৃত্যুর বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত