Ajker Patrika

রামেক হাসপাতাল থেকে ১০ দালাল আটক

প্রতিনিধি, রাজশাহী
রামেক হাসপাতাল থেকে ১০ দালাল আটক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ১০ জন দালাল ও প্রতারককে ধরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের বিনাশ্রম দণ্ড দেওয়া হয়। 

আটককৃতদের মধ্যে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-নাইম হোসেন (৩২), মো. মোতাসিন (৩৫), মো. ডলার (৩৫), মো. সেলিম (৩৬), মো. সাজ্জান (৫১) ও মুসলিমা খাতুন (৪০)। এ ছাড়া হাদিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে সাত দিন, মো. হুমায়ুন (৪২) নামে আরেক ব্যক্তিকে ১০ দিন এবং রোকেয়া বেগম (৫৫) ও পলি খাতুন (২৮) নামের দুই নারীকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযান বিষয়ে র‍্যাবের মেজর আশরাফুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন। এতে রোগীরা প্রতারিত হতেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তিন নারীসহ এই ১০ জনকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত