প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ কমে এসেছে। তাই করোনা ডেডিকেটেড ওয়ার্ডের সংখ্যাও কমানো হচ্ছে। এরই মধ্যে দুটি ওয়ার্ডে করোনা রোগী রাখা বন্ধ করা হয়েছে। ওয়ার্ড দুটিতে এখন আগের মতো সাধারণ রোগী রাখা হচ্ছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে আর করোনা রোগী রাখা হচ্ছে না। এখন ৪ নম্বর ওয়ার্ডে সার্জারি এবং ১৬ নম্বর ওয়ার্ডে মেডিসিনের রোগী রাখা হচ্ছে।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, দু’একদিনের মধ্যে ১ এবং ১৭ নম্বর ওয়ার্ডকেও সাধারণ ওয়ার্ডে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। করোনা রোগীর চাপ কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাইফুল ফেরদৌস বলেন, ‘এখন করোনার চাপ কমেছে। পরে যদি চাপ আবার বাড়ে তাহলে এসব ওয়ার্ডে আবার করোনা রোগী রাখা যাবে। কারণ ওয়ার্ডগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন করা আছে।
উল্লেখ্য, করোনার নতুন ডেলটা ধরনে রোগীর সংখ্যা বাড়তে থাকলে একের পর এক সাধারণ ওয়ার্ডকে করোনা ইউনিটে রূপান্তর করা হয়। শয্যার সংখ্যা বাড়িয়ে করা হয় ৫১৩টি। তাও রোগী রাখার ঠাঁই হচ্ছিল না। এখন রোগীর সংখ্যা কমেছে। তাই শয্যা কমিয়ে ৪১৮টি করা হয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও কেবিনে ২০টি করে মোট ৪০টি শয্যা আছে। বাকি শয্যাগুলো সাধারণ ওয়ার্ডে। এসব ওয়ার্ডগুলো হলো-১,৩, ১৪,১৫, ১৭,২২, ২৫,২৭ ২৯ / ৩০ এবং ৩৯ / ৪০। এর মধ্যে ৪ ও ১৭ নম্বর ওয়ার্ডও সাধারণ ওয়ার্ডে রূপান্তর হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ কমে এসেছে। তাই করোনা ডেডিকেটেড ওয়ার্ডের সংখ্যাও কমানো হচ্ছে। এরই মধ্যে দুটি ওয়ার্ডে করোনা রোগী রাখা বন্ধ করা হয়েছে। ওয়ার্ড দুটিতে এখন আগের মতো সাধারণ রোগী রাখা হচ্ছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে আর করোনা রোগী রাখা হচ্ছে না। এখন ৪ নম্বর ওয়ার্ডে সার্জারি এবং ১৬ নম্বর ওয়ার্ডে মেডিসিনের রোগী রাখা হচ্ছে।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, দু’একদিনের মধ্যে ১ এবং ১৭ নম্বর ওয়ার্ডকেও সাধারণ ওয়ার্ডে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। করোনা রোগীর চাপ কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাইফুল ফেরদৌস বলেন, ‘এখন করোনার চাপ কমেছে। পরে যদি চাপ আবার বাড়ে তাহলে এসব ওয়ার্ডে আবার করোনা রোগী রাখা যাবে। কারণ ওয়ার্ডগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন করা আছে।
উল্লেখ্য, করোনার নতুন ডেলটা ধরনে রোগীর সংখ্যা বাড়তে থাকলে একের পর এক সাধারণ ওয়ার্ডকে করোনা ইউনিটে রূপান্তর করা হয়। শয্যার সংখ্যা বাড়িয়ে করা হয় ৫১৩টি। তাও রোগী রাখার ঠাঁই হচ্ছিল না। এখন রোগীর সংখ্যা কমেছে। তাই শয্যা কমিয়ে ৪১৮টি করা হয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও কেবিনে ২০টি করে মোট ৪০টি শয্যা আছে। বাকি শয্যাগুলো সাধারণ ওয়ার্ডে। এসব ওয়ার্ডগুলো হলো-১,৩, ১৪,১৫, ১৭,২২, ২৫,২৭ ২৯ / ৩০ এবং ৩৯ / ৪০। এর মধ্যে ৪ ও ১৭ নম্বর ওয়ার্ডও সাধারণ ওয়ার্ডে রূপান্তর হচ্ছে।

চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমদের মনোনয়ন...
১ মিনিট আগে
তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অনুবিভাগ ও এসসিপিএম প্রকল্পের পরিচালক, যুগ্ম সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে আরিচা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার...
১১ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যেমন আছেন, একইভাবে আছেন বিএনপির নেতা, সনাতনী...
১৪ মিনিট আগে