চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে আর্থিক বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুরে আজ সোমবার সকালে এই সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রতনপুরের আয়নাল হকের সঙ্গে একই গ্রামের জিনাপ আলি জনির পিকআপ ভ্যান কেনাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। জিনাপ ভ্যান কেনায় অংশীদার হবেন না বলে টাকা ফেরত চান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও আজ বেলা ১১টার দিকে জিনাপের সঙ্গে আয়নালের তর্কাতর্কি হয়। একপর্যায়ে জিনাপ লোকজন নিয়ে চাটমোহর রেলবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে এসে আয়নাল ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। ভাঙচুর করা হয় মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক মোজাইয়ের মুদিদোকান। এ সময় আয়নালের লোকজন উল্টো জিনাপের লোকজনের ওপর হামলা চালান এবং তাঁদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
খবর পেয়ে চাটমোহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ভাঙচুর করা চারটি মোটরসাইকেল জব্দ করেছে। সংঘর্ষে আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিরা হলো মথুরাপুর গ্রামের সাইদুল ইসলাম (৩২), রতনপুরের আফছার বিশ্বাস (৫৫), রাজু প্রাং (৩০), মাহমুদুল হাসান (১৬), মোসলেম উদ্দিন (২৬), মোজাম্মেল হক মোজাই (৫৫), রেজাউল, চক উথুলী গ্রামের ফয়সাল হোসেন (২৮), অমৃতকুণ্ডা গ্রামের লিপু বিশ্বাস (৪৫) ও খোকন হোসেন (৩০)।
এ ব্যাপারে উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আগামী বুধবার বসার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত আয়নাল এখন বিএনপি পরিচয় দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করাসহ মোটরসাইকেল ভাঙচুর করেছে।’
অন্যদিকে ইউপি সদস্য মোজাম্মেল বলেন, ‘আয়নাল বিএনপির কর্মী। জিনাপ আলি লোকজনকে সঙ্গে নিয়ে এসে আয়নালের বাড়িতে ও আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এলাকার লোকজন শুধু তাদের প্রতিহত করে।’
এ বিষয়ে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ভাঙচুর করা চারটি মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার চাটমোহরে আর্থিক বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুরে আজ সোমবার সকালে এই সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রতনপুরের আয়নাল হকের সঙ্গে একই গ্রামের জিনাপ আলি জনির পিকআপ ভ্যান কেনাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। জিনাপ ভ্যান কেনায় অংশীদার হবেন না বলে টাকা ফেরত চান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও আজ বেলা ১১টার দিকে জিনাপের সঙ্গে আয়নালের তর্কাতর্কি হয়। একপর্যায়ে জিনাপ লোকজন নিয়ে চাটমোহর রেলবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে এসে আয়নাল ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। ভাঙচুর করা হয় মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক মোজাইয়ের মুদিদোকান। এ সময় আয়নালের লোকজন উল্টো জিনাপের লোকজনের ওপর হামলা চালান এবং তাঁদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
খবর পেয়ে চাটমোহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ভাঙচুর করা চারটি মোটরসাইকেল জব্দ করেছে। সংঘর্ষে আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিরা হলো মথুরাপুর গ্রামের সাইদুল ইসলাম (৩২), রতনপুরের আফছার বিশ্বাস (৫৫), রাজু প্রাং (৩০), মাহমুদুল হাসান (১৬), মোসলেম উদ্দিন (২৬), মোজাম্মেল হক মোজাই (৫৫), রেজাউল, চক উথুলী গ্রামের ফয়সাল হোসেন (২৮), অমৃতকুণ্ডা গ্রামের লিপু বিশ্বাস (৪৫) ও খোকন হোসেন (৩০)।
এ ব্যাপারে উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আগামী বুধবার বসার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত আয়নাল এখন বিএনপি পরিচয় দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করাসহ মোটরসাইকেল ভাঙচুর করেছে।’
অন্যদিকে ইউপি সদস্য মোজাম্মেল বলেন, ‘আয়নাল বিএনপির কর্মী। জিনাপ আলি লোকজনকে সঙ্গে নিয়ে এসে আয়নালের বাড়িতে ও আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এলাকার লোকজন শুধু তাদের প্রতিহত করে।’
এ বিষয়ে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ভাঙচুর করা চারটি মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩৬ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩৯ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে