প্রতিনিধি

বদলগাছী (নওগাঁ): করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় দেড় বছর ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই সুযোগে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণ করছেন এক মাদ্রাসার সুপার। ঘটনাটি নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল নূরানী দাখিল মাদ্রাসায় ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, কেশাইল নূরানী দাখিল মাদ্রাসার রাস্তাসংলগ্ন তিনটি শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণের কাজ চলছে। এ ছাড়া আরও চারটিসহ মোট সাতটি দোকানঘর নির্মাণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদ্রাসার অফিস বন্ধ। তবে দুজন নির্মাণশ্রমিক কাজ করছিলেন।
নির্মাণশ্রমিকেরা জানান, সবুজ নামের একজন তাঁদের এই শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণের কাজ দিয়েছেন। সবুজ এই মাদ্রাসার কেউ নন। তিনি কীটনাশকের দোকান করার জন্য শ্রেণিকক্ষটি ভেঙে ফেলেন।
মাদ্রাসার আশপাশের দোকানিরা জানান, শ্রেণিকক্ষ ভেঙে দিয়ে দোকানঘর নির্মাণ করছেন মাদ্রাসার সুপার। এরই মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সম্প্রতি বিদ্যুৎসংযোগ কেটে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, মাদ্রাসার নিয়মশৃঙ্খলা বলতে কিছু নেই। শ্রেণিকক্ষ ভাঙার ব্যাপারে অনেকবার নিষেধ করা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. মোহসীন আলী এবং ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল জলিলের সঙ্গে কথা বলার জন্য বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন করলেও তাঁরা রিসিভ করেননি। পরে তাঁদের ফোনে মেসেজ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। শুধু তা–ই নয়, একাধিকবার মাদ্রাসায় গিয়েও তাঁদের দেখা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের কাছে বিষয়টির সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। দ্রুত তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।'
উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি ২০০২ সালে এমপিওভুক্ত হয়। মাদ্রাসায় ১৬ জন শিক্ষকসহ মোট ২০ জন স্টাফ রয়েছেন। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০।

বদলগাছী (নওগাঁ): করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় দেড় বছর ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই সুযোগে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণ করছেন এক মাদ্রাসার সুপার। ঘটনাটি নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল নূরানী দাখিল মাদ্রাসায় ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, কেশাইল নূরানী দাখিল মাদ্রাসার রাস্তাসংলগ্ন তিনটি শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণের কাজ চলছে। এ ছাড়া আরও চারটিসহ মোট সাতটি দোকানঘর নির্মাণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদ্রাসার অফিস বন্ধ। তবে দুজন নির্মাণশ্রমিক কাজ করছিলেন।
নির্মাণশ্রমিকেরা জানান, সবুজ নামের একজন তাঁদের এই শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণের কাজ দিয়েছেন। সবুজ এই মাদ্রাসার কেউ নন। তিনি কীটনাশকের দোকান করার জন্য শ্রেণিকক্ষটি ভেঙে ফেলেন।
মাদ্রাসার আশপাশের দোকানিরা জানান, শ্রেণিকক্ষ ভেঙে দিয়ে দোকানঘর নির্মাণ করছেন মাদ্রাসার সুপার। এরই মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সম্প্রতি বিদ্যুৎসংযোগ কেটে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, মাদ্রাসার নিয়মশৃঙ্খলা বলতে কিছু নেই। শ্রেণিকক্ষ ভাঙার ব্যাপারে অনেকবার নিষেধ করা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. মোহসীন আলী এবং ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল জলিলের সঙ্গে কথা বলার জন্য বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন করলেও তাঁরা রিসিভ করেননি। পরে তাঁদের ফোনে মেসেজ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। শুধু তা–ই নয়, একাধিকবার মাদ্রাসায় গিয়েও তাঁদের দেখা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের কাছে বিষয়টির সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। দ্রুত তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।'
উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি ২০০২ সালে এমপিওভুক্ত হয়। মাদ্রাসায় ১৬ জন শিক্ষকসহ মোট ২০ জন স্টাফ রয়েছেন। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৪ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩২ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে