নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ক্যাডারদের নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখল চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন খোদ বিএনপির নেতারা। আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, জেএমবি ক্যাডার মামুন মহুরি ওরফে জেএমবি মামুন, বাংলাভাইয়ের ঘনিষ্ঠ সহচর মাহাতাব খামারুর ছোট ভাই ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রতন খামারু এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন, ছাত্রদল নেতা কাউসার, সাব্বিরসহ সন্ত্রাসীরা ৮ সেপ্টেম্বর হামিরকুৎসা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের চেষ্টা করে। ওই দিন হাটবার হওয়ায় হাটের লোকজনের সহযোগিতায় শ্রমিকেরা তাদের প্রতিহত করে। কিন্তু উল্টো বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
লিখিত বক্তব্যে বেলাল উদ্দিন আরও বলেন, শ্রমিক ইউনিয়নে ২৪ জন সদস্য রয়েছেন। যাঁদের মধ্যে ১০ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তাঁরা বিভিন্ন পদে আছেন। শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ইসমাইল হোসেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। মূলত ১৫ মামলার আসামি জেএমবি ক্যাডার মামুন মহুরি ও রতন খামারু কিছু ছাত্রদল নেতাকে ম্যানেজ করে শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা করেন। বিএনপির নির্দেশনা অনুযায়ী শ্রমিক ইউনিয়ন দখলে নিষেধ করায় তারা মামলায় তাকে প্রধান আসামি করেছেন বলেও অভিযোগ করেন বেলাল।
সংবাদ সম্মেলন থেকে বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং এর সঙ্গে জড়িত ছাত্রদল ও যুবদল নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহসভাপতি মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। তাঁরা সবাই শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ক্যাডারদের নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখল চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন খোদ বিএনপির নেতারা। আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, জেএমবি ক্যাডার মামুন মহুরি ওরফে জেএমবি মামুন, বাংলাভাইয়ের ঘনিষ্ঠ সহচর মাহাতাব খামারুর ছোট ভাই ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রতন খামারু এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন, ছাত্রদল নেতা কাউসার, সাব্বিরসহ সন্ত্রাসীরা ৮ সেপ্টেম্বর হামিরকুৎসা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের চেষ্টা করে। ওই দিন হাটবার হওয়ায় হাটের লোকজনের সহযোগিতায় শ্রমিকেরা তাদের প্রতিহত করে। কিন্তু উল্টো বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
লিখিত বক্তব্যে বেলাল উদ্দিন আরও বলেন, শ্রমিক ইউনিয়নে ২৪ জন সদস্য রয়েছেন। যাঁদের মধ্যে ১০ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তাঁরা বিভিন্ন পদে আছেন। শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ইসমাইল হোসেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। মূলত ১৫ মামলার আসামি জেএমবি ক্যাডার মামুন মহুরি ও রতন খামারু কিছু ছাত্রদল নেতাকে ম্যানেজ করে শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা করেন। বিএনপির নির্দেশনা অনুযায়ী শ্রমিক ইউনিয়ন দখলে নিষেধ করায় তারা মামলায় তাকে প্রধান আসামি করেছেন বলেও অভিযোগ করেন বেলাল।
সংবাদ সম্মেলন থেকে বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং এর সঙ্গে জড়িত ছাত্রদল ও যুবদল নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহসভাপতি মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। তাঁরা সবাই শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পান হাটখোলা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
১৫ মিনিট আগে
শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
১ ঘণ্টা আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
১ ঘণ্টা আগে