প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

কঠোর লকডাউনে দোকান বন্ধ ছিল। তখন ক্রেতা আসতে না পারায় কামারদের হাতেও তেমন কাজ ছিল না। লকডাউন শিথিল হওয়ায় কোরবানি সামনে রেখে কিছুটা ব্যস্ততা বেড়েছে কামার পল্লিতে। তবে ক্রেতা কম থাকায় বিক্রি কম বলে কামারদের মধ্যে রয়েছে দুশ্চিন্তাও।
ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর বাজার কামারপট্টিতে সরেজমিনে দেখা যায়, কোরবানির পশু কাটার জন্য নতুন দা-বঁটি, ছুরি তৈরি করে পসরা সাজিয়ে রেখেছেন কামারেরা। তবে ক্রেতার উপস্থিতি কম থাকায় খুব একটা বিক্রি নেই।
এই বছর কয়লা ও লোহার দাম বাড়ায় জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। মান ভেদে ছোট দা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় দা ৫০০ থেকে ৭০০ টাকা। ছোট বঁটি ১০০ থেকে ৩০০ টাকা, বড় বঁটি ৫০০ থেকে ৮০০ টাকা। ছোট ছুরি ১০০ থেকে ২০০ টাকা, বড় ছুরি ২৫০০ থেকে ২৮০০ টাকা এবং কাটারি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আর শান দেওয়ার জন্য দা, বঁটি ও ছুরির ক্ষেত্রে ৩০-৩০০ টাকা লাগছে।
এ বাজারের কামার মো. রতন জানান, 'সারা বছর হাতে তেমন কাজ থাকে না। প্রতি বছর ধান কাটার মৌসুম আর কোরবানির ঈদে ভালো কাজ হয়। এবার লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। এখন জিনিসপত্র তৈরি করে রেখেছি কিন্তু ক্রেতা কম।'
মাসুদ রানা নামের আরেকজন কামার জানান, লকডাউনে ক্রেতা না থাকায় নতুন করে জিনিসপত্র তৈরি করা বন্ধ করে দিয়েছি। তা ছাড়া লোহা ও কয়লার দাম বাড়ায় লাভ কম হচ্ছে।'
ক্রেতা গোলাম মোস্তফা বাবলু জানান, কোরবানির পশু কাটার জন্য তিনি ২৫০০ টাকায় একটা বড় ছুরি কিনেছেন।

কঠোর লকডাউনে দোকান বন্ধ ছিল। তখন ক্রেতা আসতে না পারায় কামারদের হাতেও তেমন কাজ ছিল না। লকডাউন শিথিল হওয়ায় কোরবানি সামনে রেখে কিছুটা ব্যস্ততা বেড়েছে কামার পল্লিতে। তবে ক্রেতা কম থাকায় বিক্রি কম বলে কামারদের মধ্যে রয়েছে দুশ্চিন্তাও।
ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর বাজার কামারপট্টিতে সরেজমিনে দেখা যায়, কোরবানির পশু কাটার জন্য নতুন দা-বঁটি, ছুরি তৈরি করে পসরা সাজিয়ে রেখেছেন কামারেরা। তবে ক্রেতার উপস্থিতি কম থাকায় খুব একটা বিক্রি নেই।
এই বছর কয়লা ও লোহার দাম বাড়ায় জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। মান ভেদে ছোট দা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় দা ৫০০ থেকে ৭০০ টাকা। ছোট বঁটি ১০০ থেকে ৩০০ টাকা, বড় বঁটি ৫০০ থেকে ৮০০ টাকা। ছোট ছুরি ১০০ থেকে ২০০ টাকা, বড় ছুরি ২৫০০ থেকে ২৮০০ টাকা এবং কাটারি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আর শান দেওয়ার জন্য দা, বঁটি ও ছুরির ক্ষেত্রে ৩০-৩০০ টাকা লাগছে।
এ বাজারের কামার মো. রতন জানান, 'সারা বছর হাতে তেমন কাজ থাকে না। প্রতি বছর ধান কাটার মৌসুম আর কোরবানির ঈদে ভালো কাজ হয়। এবার লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। এখন জিনিসপত্র তৈরি করে রেখেছি কিন্তু ক্রেতা কম।'
মাসুদ রানা নামের আরেকজন কামার জানান, লকডাউনে ক্রেতা না থাকায় নতুন করে জিনিসপত্র তৈরি করা বন্ধ করে দিয়েছি। তা ছাড়া লোহা ও কয়লার দাম বাড়ায় লাভ কম হচ্ছে।'
ক্রেতা গোলাম মোস্তফা বাবলু জানান, কোরবানির পশু কাটার জন্য তিনি ২৫০০ টাকায় একটা বড় ছুরি কিনেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে