Ajker Patrika

‘একতারা’ প্রতীক পেলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৯: ১৬
‘একতারা’ প্রতীক পেলেন হিরো আলম

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ‘সিংহ’ প্রতীক চেয়ে আবেদন করলেও ‘একতারা’ প্রতীক দেওয়া হয়েছে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে।

আজ বুধবার বেলা দুইটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম হিরো আলমের হাতে ‘একতারা’ প্রতীক তুলে দেন।

প্রতীক পেয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আমার লোকজন কম ছিল, তাই ভোট গ্রহণের দিন আমার ওপর হামলা করে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবার আমার জনপ্রিয়তা ও কর্মী-সমর্থক অনেক বেশি। তাই কেউ হামলা করলে পাল্টা হামলা করা হবে।’

হিরো আলম বলেন, ‘আমি সিংহ প্রতীক না পেলেও খুশি। অভিনয়ের পাশাপাশি আমি গান করি। হয়তোবা এ কারণেই আমাকে একতারা প্রতীক দেওয়া হয়েছে।’

হিরো আলম আরও বলেন, ‘গতবারের মতো এবারও অনেক যুদ্ধ করে প্রার্থিতা পেতে হয়েছে। আমাকে কেন বারবার হয়রানি করা হয়, জানি না। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’ তিনি বলেন, ‘গান এবং অভিনয়ের মাধ্যমে আমি মানুষের ভালোবাসা অর্জন করেছি। এবার নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চাই।’

বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন। এভাবে হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউব সিনেমা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত