সাহাদত জামান, বগুড়ার গাবতলী থেকে ফিরে

বগুড়ার গাবতলীতে ইউপি নির্বাচনে গুলিতে চারজন নিহতের তিনজনই সাধারণ মানুষ। স্থানীয়রা এমনটিই বলছেন। এ ঘটনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কী কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটিই এখন জনগণের মূল প্রশ্ন।
চারজনের মৃত্যুতে গাবতলীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘরছাড়া বিক্ষুব্ধ লোকজন বৃহস্পতিবার ঘরে ফিরেছে। দিনভর সেখানে চলেছে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। বিক্ষুব্ধ জনতার সামনে বিকেল পর্যন্ত কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি।
গতকাল বুধবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন- বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা ইউনিয়নের মধ্যপাড়ার বাসিন্দা খোকন মন্ডলের স্ত্রী কুলসুম বেগম (৪০)। নিহম কুলসুম ওই ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছোবেদার নির্বাচনী এজেন্ট ছিলেন। মধ্যপাড়ার মৃত মবদুলের ছেলে আলমগীর হোসেন (৩৫), পশ্চিমপাড়ার মৃত ইফাতুল্লা প্রামাণিকের ছেলে আব্দুল রশীদ (৪৮) ও উত্তরপাড়ার মৃত ছহির উদ্দিন আকন্দর ছেলে খোরশেদ আকন্দ (৬৫)।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
গত ইউপি নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রের ভোট উপজেলা সদর গাবতলীতে নিয়ে গিয়ে গণনা করা হয়েছিল। ফলে তাদের প্রার্থী মাত্র ৮২ ভোটে পরাজিত হয়। এবার বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী হন। তাঁরা হলেন- আওয়ামী লীগ মনোনীত ইউনুস আলী ফকির (নৌকা), বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান (ঘোড়া) ও বিএনপি নেতা সাকিউল ইসলাম তিতু (চশমা)। চশমা মার্কার প্রার্থী তিতু ইউএনও আসিফ আহম্মেদের ভায়রার ছেলে বলে দাবি করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। আত্মীয়কে জয়ী করতে গত নির্বাচনের মতো এ নির্বাচনেও ব্যালট বাক্স গাড়িতে তুলে গাবতলীতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ইউএনও। স্থানীয়রা বাধা দেওয়ায় প্রশাসনের সঙ্গে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন। প্রশাসনের কর্মকর্তারা ভোট কেন্দ্রে আটকা পড়েন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী জানালা দিয়ে গুলি ছোড়ে। গুলিতে একজন নারী এজেন্ট ও তিনজন নিরীহ পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কালাইহাটা গ্রামের রানা মন্ডলসহ একাধিক প্রত্যক্ষদর্শী।
নিহতদের পরিবারের বক্তব্য
নিহত রিকশা চালক আলমগীরের স্ত্রী হোসনে আরা বলেন, ‘আমার একমাত্র মেয়ে আদুরীকে নিয়ে আমরা বগুড়া জেলা সদরের কৈপাড়াতে বাসা ভাড়া নিয়ে থাকি। আমার স্বামী শহরে রিকশা চালায়। ভোট দিতে আমার স্বামীসহ আমরা গ্রামের বাড়ি কালাইহাটাতে এসেছিলাম। আমার স্বামী ভোটের ফলাফল জানতে ভোটকেন্দ্রে গিয়েছিল। গুলির শব্দ শোনার পর পরই আমরা আমার স্বামীর খবর নিতে গিয়ে পথিমধ্যে তাঁর মাথায় গুলি লাগার খবর পাই।’
নিহত আলমগীরের বড়ভাই মো. বাবলু মিয়া (৫৮) বলেন, ‘আমার ভাই মারা গেছে এখন আমার ভাবি আর ভাতিজির কি হবে। আমরা হত্যাকারীর ফাঁসি চাই।’
নিহত আব্দুর রশিদ প্রামাণিকের স্ত্রী বুলবুলি বেগম (৫০) জানান, তাঁর স্বামী একজন বর্গাচাষি। নিজের ভিটেমাটি ছাড়া কোনো জায়গাজমি নেই। তাঁর দুই ছেলে এক মেয়ে। ছোট ছেলে কালাইহাটা দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়ে। বড় ছেলে বাবুল মিয়া দশম শ্রেণিতে পড়ে। তিনি বলেন, ‘আমার ছেলে বাবুলকে পুলিশ লাঠি দিয়ে মেরে মারাত্মকভাবে আহত করেছে। সে এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ভর্তি আছে। আমার স্বামী বাজার করতে গিয়েছিল। ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান।’
নিহত খোরশেদ আকন্দের ছেলে এরশাদ আকন্দ (৩০) বলেন, ‘আমার বাবা শাক বিক্রি করার জন্য বাজারে যায়। শাক বিক্রি করে বাড়িতে ফেরার সময় বাবা গুলিবিদ্ধ হয়। এখন পর্যন্ত বাবার লাশ আমরা পাইনি। আমার বাবার হত্যাকারীর আমরা ফাঁসি চাই।’
নিহত কুলসুম বেগমের স্বামী খোকন মন্ডল বলেন, ‘আমার স্ত্রী কালাইহাটা স্কুল কেন্দ্রের এজেন্ট ছিল। কেন্দ্রের ভেতরেই সে গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানালা দিয়ে অতর্কিতভাবে গুলি করেছে।’
আহত শিক্ষার্থীর বক্তব্য
আহত কালাইহাটা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান জানায়, ভোটের খবর দেখতে গিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সে পড়ে যায়। তার শরীরে গুলি লাগে। পরে সে জানতে পারে এগুলো রাবার বুলেট।
মেহেদী হাসানের মা শিপন মন্ডলের স্ত্রী সমাপ্তি আকতার বলেন, ‘আমার ছেলে আহত হয়ে বিছানা থেকে উঠতে পারছে না।’
সর্বশেষ পরিস্থিতি
এলাকায় বিক্ষুব্ধ পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসী থেমে থেমে দিনভর বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানায়।
অভিযোগের তীর ম্যাজিস্ট্রেটের দিকে
চারজন নিহতের ঘটনায় এলাকাবাসী দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলার ইউএনও আসিফ আহম্মেদকে দায়ী করছেন। দফায় দফায় মিছিল করে তাঁর শাস্তিও দাবি করা হয়।
পুলিশ কর্মকর্তারা নীরব
এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কেন জনগণকে দমাতে পারেনি। পুলিশ সদস্যরা সেখানে নীরব ছিল কেন। ভোট কেন্দ্রে একটি মোবাইল টিম ছিল। ভোট কেন্দ্রের নিরাপত্তায় ১৭ জন আনসার সদস্য ছাড়াও ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য ছিল। এরপরও এই হতাহতের ঘটনা কেন ঘটল? বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়েছে। এই বুলেটে কারও প্রাণ যাওয়ার সম্ভাবনা নেই।’
ঘটনার বর্ণনায় গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান বলেন, ‘কালাইহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও নৌকার প্রার্থীর সমর্থকেরা গণনায় বাঁধা দেন। অন্য কেন্দ্রের ভোট গণনা শেষে তাঁরা ভোটের ফলাফল ঘোষণা করতে বলেন। এতে আপত্তি জানালে নৌকা মার্কার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকেরা ভোট কেন্দ্রে হামলা চালান। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নৌকা মার্কার কর্মীদের সংঘর্ষ শুরু হয়। নৌকা মার্কার কর্মীরা ইউএনওর গাড়ি ছাড়াও পুলিশ, বিজিবির মোট চারটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ ছাড়াও বিজিবি-পুলিশের চার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছুড়তে বাধ্য হয়।’
চশমা প্রতীকের প্রার্থীর সঙ্গে আত্মীয়তার সম্পর্কের অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহম্মেদ বলেন, ‘চশমা মার্কার প্রার্থী সাকিউল ইসলাম টিটু আমার কোন আত্মীয় না। এলাকাবাসী আমাদের অবরুদ্ধ করে রেখেছিল। তারা ইট পাটকেল মেরে আমার পা ভেঙে দিয়েছে। আমি দাঁড়াতে পারছি না। পরিস্থিতি সামাল দিতে সামরিক বাহিনী গুলি চালিয়েছে।’
বগুড়া জেলা পুলিশ সুপার সুদিপ কুমার চক্রবর্তী জানান, এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার গাবতলী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার গাবতলীতে ইউপি নির্বাচনে গুলিতে চারজন নিহতের তিনজনই সাধারণ মানুষ। স্থানীয়রা এমনটিই বলছেন। এ ঘটনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কী কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটিই এখন জনগণের মূল প্রশ্ন।
চারজনের মৃত্যুতে গাবতলীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘরছাড়া বিক্ষুব্ধ লোকজন বৃহস্পতিবার ঘরে ফিরেছে। দিনভর সেখানে চলেছে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। বিক্ষুব্ধ জনতার সামনে বিকেল পর্যন্ত কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি।
গতকাল বুধবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন- বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা ইউনিয়নের মধ্যপাড়ার বাসিন্দা খোকন মন্ডলের স্ত্রী কুলসুম বেগম (৪০)। নিহম কুলসুম ওই ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছোবেদার নির্বাচনী এজেন্ট ছিলেন। মধ্যপাড়ার মৃত মবদুলের ছেলে আলমগীর হোসেন (৩৫), পশ্চিমপাড়ার মৃত ইফাতুল্লা প্রামাণিকের ছেলে আব্দুল রশীদ (৪৮) ও উত্তরপাড়ার মৃত ছহির উদ্দিন আকন্দর ছেলে খোরশেদ আকন্দ (৬৫)।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
গত ইউপি নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রের ভোট উপজেলা সদর গাবতলীতে নিয়ে গিয়ে গণনা করা হয়েছিল। ফলে তাদের প্রার্থী মাত্র ৮২ ভোটে পরাজিত হয়। এবার বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী হন। তাঁরা হলেন- আওয়ামী লীগ মনোনীত ইউনুস আলী ফকির (নৌকা), বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান (ঘোড়া) ও বিএনপি নেতা সাকিউল ইসলাম তিতু (চশমা)। চশমা মার্কার প্রার্থী তিতু ইউএনও আসিফ আহম্মেদের ভায়রার ছেলে বলে দাবি করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। আত্মীয়কে জয়ী করতে গত নির্বাচনের মতো এ নির্বাচনেও ব্যালট বাক্স গাড়িতে তুলে গাবতলীতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ইউএনও। স্থানীয়রা বাধা দেওয়ায় প্রশাসনের সঙ্গে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন। প্রশাসনের কর্মকর্তারা ভোট কেন্দ্রে আটকা পড়েন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী জানালা দিয়ে গুলি ছোড়ে। গুলিতে একজন নারী এজেন্ট ও তিনজন নিরীহ পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কালাইহাটা গ্রামের রানা মন্ডলসহ একাধিক প্রত্যক্ষদর্শী।
নিহতদের পরিবারের বক্তব্য
নিহত রিকশা চালক আলমগীরের স্ত্রী হোসনে আরা বলেন, ‘আমার একমাত্র মেয়ে আদুরীকে নিয়ে আমরা বগুড়া জেলা সদরের কৈপাড়াতে বাসা ভাড়া নিয়ে থাকি। আমার স্বামী শহরে রিকশা চালায়। ভোট দিতে আমার স্বামীসহ আমরা গ্রামের বাড়ি কালাইহাটাতে এসেছিলাম। আমার স্বামী ভোটের ফলাফল জানতে ভোটকেন্দ্রে গিয়েছিল। গুলির শব্দ শোনার পর পরই আমরা আমার স্বামীর খবর নিতে গিয়ে পথিমধ্যে তাঁর মাথায় গুলি লাগার খবর পাই।’
নিহত আলমগীরের বড়ভাই মো. বাবলু মিয়া (৫৮) বলেন, ‘আমার ভাই মারা গেছে এখন আমার ভাবি আর ভাতিজির কি হবে। আমরা হত্যাকারীর ফাঁসি চাই।’
নিহত আব্দুর রশিদ প্রামাণিকের স্ত্রী বুলবুলি বেগম (৫০) জানান, তাঁর স্বামী একজন বর্গাচাষি। নিজের ভিটেমাটি ছাড়া কোনো জায়গাজমি নেই। তাঁর দুই ছেলে এক মেয়ে। ছোট ছেলে কালাইহাটা দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়ে। বড় ছেলে বাবুল মিয়া দশম শ্রেণিতে পড়ে। তিনি বলেন, ‘আমার ছেলে বাবুলকে পুলিশ লাঠি দিয়ে মেরে মারাত্মকভাবে আহত করেছে। সে এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ভর্তি আছে। আমার স্বামী বাজার করতে গিয়েছিল। ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান।’
নিহত খোরশেদ আকন্দের ছেলে এরশাদ আকন্দ (৩০) বলেন, ‘আমার বাবা শাক বিক্রি করার জন্য বাজারে যায়। শাক বিক্রি করে বাড়িতে ফেরার সময় বাবা গুলিবিদ্ধ হয়। এখন পর্যন্ত বাবার লাশ আমরা পাইনি। আমার বাবার হত্যাকারীর আমরা ফাঁসি চাই।’
নিহত কুলসুম বেগমের স্বামী খোকন মন্ডল বলেন, ‘আমার স্ত্রী কালাইহাটা স্কুল কেন্দ্রের এজেন্ট ছিল। কেন্দ্রের ভেতরেই সে গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানালা দিয়ে অতর্কিতভাবে গুলি করেছে।’
আহত শিক্ষার্থীর বক্তব্য
আহত কালাইহাটা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান জানায়, ভোটের খবর দেখতে গিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সে পড়ে যায়। তার শরীরে গুলি লাগে। পরে সে জানতে পারে এগুলো রাবার বুলেট।
মেহেদী হাসানের মা শিপন মন্ডলের স্ত্রী সমাপ্তি আকতার বলেন, ‘আমার ছেলে আহত হয়ে বিছানা থেকে উঠতে পারছে না।’
সর্বশেষ পরিস্থিতি
এলাকায় বিক্ষুব্ধ পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসী থেমে থেমে দিনভর বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানায়।
অভিযোগের তীর ম্যাজিস্ট্রেটের দিকে
চারজন নিহতের ঘটনায় এলাকাবাসী দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলার ইউএনও আসিফ আহম্মেদকে দায়ী করছেন। দফায় দফায় মিছিল করে তাঁর শাস্তিও দাবি করা হয়।
পুলিশ কর্মকর্তারা নীরব
এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কেন জনগণকে দমাতে পারেনি। পুলিশ সদস্যরা সেখানে নীরব ছিল কেন। ভোট কেন্দ্রে একটি মোবাইল টিম ছিল। ভোট কেন্দ্রের নিরাপত্তায় ১৭ জন আনসার সদস্য ছাড়াও ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য ছিল। এরপরও এই হতাহতের ঘটনা কেন ঘটল? বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়েছে। এই বুলেটে কারও প্রাণ যাওয়ার সম্ভাবনা নেই।’
ঘটনার বর্ণনায় গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান বলেন, ‘কালাইহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও নৌকার প্রার্থীর সমর্থকেরা গণনায় বাঁধা দেন। অন্য কেন্দ্রের ভোট গণনা শেষে তাঁরা ভোটের ফলাফল ঘোষণা করতে বলেন। এতে আপত্তি জানালে নৌকা মার্কার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকেরা ভোট কেন্দ্রে হামলা চালান। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নৌকা মার্কার কর্মীদের সংঘর্ষ শুরু হয়। নৌকা মার্কার কর্মীরা ইউএনওর গাড়ি ছাড়াও পুলিশ, বিজিবির মোট চারটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ ছাড়াও বিজিবি-পুলিশের চার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছুড়তে বাধ্য হয়।’
চশমা প্রতীকের প্রার্থীর সঙ্গে আত্মীয়তার সম্পর্কের অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহম্মেদ বলেন, ‘চশমা মার্কার প্রার্থী সাকিউল ইসলাম টিটু আমার কোন আত্মীয় না। এলাকাবাসী আমাদের অবরুদ্ধ করে রেখেছিল। তারা ইট পাটকেল মেরে আমার পা ভেঙে দিয়েছে। আমি দাঁড়াতে পারছি না। পরিস্থিতি সামাল দিতে সামরিক বাহিনী গুলি চালিয়েছে।’
বগুড়া জেলা পুলিশ সুপার সুদিপ কুমার চক্রবর্তী জানান, এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার গাবতলী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন।
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। ফারুক ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের...
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় মাংস পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের জরিমানা করেন এবং জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করেন।
৪১ মিনিট আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

দুপুরের দিকে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। অবরোধকারীরা হাদির হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন।
শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি প্রচার চালাচ্ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

দুপুরের দিকে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। অবরোধকারীরা হাদির হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন।
শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি প্রচার চালাচ্ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

গত ইউপি নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রের ভোট উপজেলা সদর গাবতলীতে নিয়ে গিয়ে গণনা করা হয়েছিল। ফলে তাদের প্রার্থী মাত্র ৮২ ভোটে পরাজিত হয়। এবার বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী হন।
০৭ জানুয়ারি ২০২২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। ফারুক ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের...
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় মাংস পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের জরিমানা করেন এবং জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করেন।
৪১ মিনিট আগেভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। ফারুক ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় ইউনিয়নের ব্রিশনাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ব্রিশনাল মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী পাভেল এন্টারপ্রাইজ বাসের সঙ্গে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম অভিমুখে যাওয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী জাহাঙ্গীর আলম তপু (৩০) গুরুতর আহত হন। তপু ফারুকের বন্ধু। তপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। আহত তপুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। ফারুক ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় ইউনিয়নের ব্রিশনাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ব্রিশনাল মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী পাভেল এন্টারপ্রাইজ বাসের সঙ্গে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম অভিমুখে যাওয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী জাহাঙ্গীর আলম তপু (৩০) গুরুতর আহত হন। তপু ফারুকের বন্ধু। তপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। আহত তপুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গত ইউপি নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রের ভোট উপজেলা সদর গাবতলীতে নিয়ে গিয়ে গণনা করা হয়েছিল। ফলে তাদের প্রার্থী মাত্র ৮২ ভোটে পরাজিত হয়। এবার বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী হন।
০৭ জানুয়ারি ২০২২
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন।
১৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় মাংস পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের জরিমানা করেন এবং জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করেন।
৪১ মিনিট আগেনারায়ণগঞ্জ, প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাল্কহেডের দুজন স্টাফ নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ দুজন হচ্ছেন, পটুয়াখালী জেলার জহিরুল (২৫) ও ঝালকাঠি জেলার হাসান (২০)।
পুলিশ জানায়, সকালে ঢাকাগামী সুন্দরবন ১৬ নামের লঞ্চ ডকইয়ার্ডের সামনে নোঙর করে রাখা বাল্কহেড এম বি কাসফা সাহানাকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি পানিতে ডুবে যায়। ভেতরে থাকা পাঁচজন স্টাফের মধ্যে তিনজন লাফিয়ে প্রাণে বাঁচলেও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের ধারণা ভেতরেই আটকে আছেন দুজন। তবে দুপুর পর্যন্ত তাঁদের পাওয়া যায়নি।
নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, ঘন কুয়াশায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। ধাক্কা দেওয়া লঞ্চটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান আছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘নিখোঁজ দুজন স্টাফ যেই কক্ষে ঘুমিয়ে ছিলেন, সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। তীব্র ঠান্ডার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে আমাদের উদ্ধার অভিযান চলমান আছে।’

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাল্কহেডের দুজন স্টাফ নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ দুজন হচ্ছেন, পটুয়াখালী জেলার জহিরুল (২৫) ও ঝালকাঠি জেলার হাসান (২০)।
পুলিশ জানায়, সকালে ঢাকাগামী সুন্দরবন ১৬ নামের লঞ্চ ডকইয়ার্ডের সামনে নোঙর করে রাখা বাল্কহেড এম বি কাসফা সাহানাকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি পানিতে ডুবে যায়। ভেতরে থাকা পাঁচজন স্টাফের মধ্যে তিনজন লাফিয়ে প্রাণে বাঁচলেও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের ধারণা ভেতরেই আটকে আছেন দুজন। তবে দুপুর পর্যন্ত তাঁদের পাওয়া যায়নি।
নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, ঘন কুয়াশায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। ধাক্কা দেওয়া লঞ্চটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান আছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘নিখোঁজ দুজন স্টাফ যেই কক্ষে ঘুমিয়ে ছিলেন, সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। তীব্র ঠান্ডার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে আমাদের উদ্ধার অভিযান চলমান আছে।’

গত ইউপি নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রের ভোট উপজেলা সদর গাবতলীতে নিয়ে গিয়ে গণনা করা হয়েছিল। ফলে তাদের প্রার্থী মাত্র ৮২ ভোটে পরাজিত হয়। এবার বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী হন।
০৭ জানুয়ারি ২০২২
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন।
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। ফারুক ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের...
২৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় মাংস পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের জরিমানা করেন এবং জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করেন।
৪১ মিনিট আগেসিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় মাংস পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের জরিমানা করেন এবং জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
ইউএনও মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘোড়া জবাই ও মাংস পরিবহনের সঙ্গে জড়িত বগুড়া জেলার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুলকে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাংস পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালক মো. তারকাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট গাড়িটির কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে বিআরটিএর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজীপুর থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় মাংস পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের জরিমানা করেন এবং জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
ইউএনও মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘোড়া জবাই ও মাংস পরিবহনের সঙ্গে জড়িত বগুড়া জেলার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুলকে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাংস পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালক মো. তারকাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট গাড়িটির কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে বিআরটিএর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজীপুর থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

গত ইউপি নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রের ভোট উপজেলা সদর গাবতলীতে নিয়ে গিয়ে গণনা করা হয়েছিল। ফলে তাদের প্রার্থী মাত্র ৮২ ভোটে পরাজিত হয়। এবার বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী হন।
০৭ জানুয়ারি ২০২২
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছেন।
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। ফারুক ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের...
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি। আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে