Ajker Patrika

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭: ৫৭
অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে ট্রেনের ধাক্কায় শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

গতকাল রোববার রাত ৮টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেসের ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুলপুর রেলস্টেশন থেকে উওরা মেইল ট্রেনে শাহিনুর ইসলাম তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি পাঁচবিবি যাচ্ছিলেন। পথে আহসানগঞ্জ রেলস্টেশনে ট্রেনটি ক্রসিং নেওয়ার জন্য দাঁড়ায়। ওই স্টেশনে নামাজ পড়ে ট্রেনের দিকে যাওয়ার সময় অপর লাইন দিয়ে ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার সময় ধাক্কা লেগে শাহিনুর ইসলামের মৃত্যু হয়। মৃত শাহিনুর ইসলাম লালপুর থানার দিলালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আজ সোমবার সকালে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত