আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে নিজের বাবা বানিয়ে কোটায় চাকরি নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের অফিস সহায়ক শামীম হোসেন। গত বুধবার তাঁকে লিখিতভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বগুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়।
জানা গেছে, কাহালু উপজেলার নারহট্ট মাধব বাঁকা গ্রামের মৃত করমতুল্লাহর ছেলে শামীম হোসেন বগুড়া আদালতের মুহুরি ছিলেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার মেয়ে ফেন্সি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরির জন্য শ্বশুর সোনা মিয়াকে নিজের বাবা বানিয়ে ভুয়া শিক্ষাসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। সেখানে পিতা মৃত করমতুল্লাহ এর স্থানে শ্বশুর বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার নাম দিয়ে দেন। শুধু তা-ই নয় চাকরির সময় পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও তাঁর পক্ষে নেন। এরপর সোনা মিয়ার ছেলে সেজে ২০১০ সালের নভেম্বরে মুক্তিযোদ্ধা কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়কের চাকরি পান তিনি। তবে শ্বশুরকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নেওয়ার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
কাহালু উপজেলার মাধব বাঁকা গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘শামীম ছোটবেলা থেকে বাটপার প্রকৃতির ছেলে। তাকে শুধু সাময়িক বরখাস্ত করলে হবে না। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। যাতে করে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।’
সাময়িক বরখাস্ত হওয়া শামীম হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বরখাস্ত হওয়ার পর থেকে শামীম হোসেনকে কাহালু ও দুপচাঁচিয়ার কোথাও দেখা যায়নি।
দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে বাবা বানিয়ে চাকরি নেওয়ার তথ্য জানার পর শামীম হোসেনের সকল কাগজপত্র পুনরায় যাচাই করা হয়। পরে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।’
রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ বলেন, ‘অফিস সহায়ক শামীম হোসেনের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’

বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে নিজের বাবা বানিয়ে কোটায় চাকরি নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের অফিস সহায়ক শামীম হোসেন। গত বুধবার তাঁকে লিখিতভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বগুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়।
জানা গেছে, কাহালু উপজেলার নারহট্ট মাধব বাঁকা গ্রামের মৃত করমতুল্লাহর ছেলে শামীম হোসেন বগুড়া আদালতের মুহুরি ছিলেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার মেয়ে ফেন্সি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরির জন্য শ্বশুর সোনা মিয়াকে নিজের বাবা বানিয়ে ভুয়া শিক্ষাসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। সেখানে পিতা মৃত করমতুল্লাহ এর স্থানে শ্বশুর বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার নাম দিয়ে দেন। শুধু তা-ই নয় চাকরির সময় পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও তাঁর পক্ষে নেন। এরপর সোনা মিয়ার ছেলে সেজে ২০১০ সালের নভেম্বরে মুক্তিযোদ্ধা কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়কের চাকরি পান তিনি। তবে শ্বশুরকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নেওয়ার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
কাহালু উপজেলার মাধব বাঁকা গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘শামীম ছোটবেলা থেকে বাটপার প্রকৃতির ছেলে। তাকে শুধু সাময়িক বরখাস্ত করলে হবে না। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। যাতে করে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।’
সাময়িক বরখাস্ত হওয়া শামীম হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বরখাস্ত হওয়ার পর থেকে শামীম হোসেনকে কাহালু ও দুপচাঁচিয়ার কোথাও দেখা যায়নি।
দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে বাবা বানিয়ে চাকরি নেওয়ার তথ্য জানার পর শামীম হোসেনের সকল কাগজপত্র পুনরায় যাচাই করা হয়। পরে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।’
রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শামীম আহমেদ বলেন, ‘অফিস সহায়ক শামীম হোসেনের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৪০ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে