বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু থেকে একনলা বন্দুক তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। সম্প্রতি এক কৃষকের দুই পায়ে গুলি করার ঘটনার তদন্ত করতে গিয়ে অস্ত্র তৈরির এসব সরঞ্জাম পায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাহালুর কলমা শিবা গ্রামের নিলু চন্দ্র (৪৫) ও তাঁর ছেলে সঞ্জিত চন্দ্র (২২)। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার সুদীপ (এসপি) কুমার চক্রবর্ত্তী জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাহালুর কলমা শিবা গ্রামে একরাম হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় একই এলাকার নিলু চন্দ্র ও তাঁর ছেলে সঞ্জিত চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নিলুর তথ্যমতে তাঁর বাড়ির শৌচাগার সংলগ্ন মাটির নিচ থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
উদ্ধার করা সরঞ্জামগুলো হলো— একনলা বন্দুক তৈরির ৫টি ব্যারেল, লোহার তৈরি রিকয়েলিং স্প্রিং ৩টি, ফায়ারিং পিন ৬টি, স্টিলের তৈরি বন্দুকের ট্রিগার ৬টি, একনলা বন্দুক তৈরির স্টিলের খাপ ৫টি, বিভিন্ন আকারের লোহার পাত ১৯টি, ব্যারেলের শেষ অংশ (লোহার তৈরি জং ধরা) ১টি, ৩টি লোহার রড, ড্রিল মেশিনে ব্যবহৃত ৪টি লোহার ফোলা, লোহার তৈরি হ্যামার ৬টি, হ্যামারের মাথায় লাগানো দণ্ড ও ৪টি স্টিলের পাত।
গত বৃহস্পতিবার রাত ২টার দিকে কাহালু উপজেলার কলমা শিব গ্রামে গুলিবিদ্ধ হন একরাম। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ একরাম (৩০) ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে একরাম বাড়ির পাশে দোকানে সিগারেট কিনতে বের হন। ওই সময় তাঁকে উদ্দেশ করে গুলি ছোড়া হয়। গুলি একরামের দুই পায়ের হাঁটুতে লাগে।
এ ঘটনায় একমাত্র এজাহার নামীয় আসামি একই গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে শামিম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গুলির কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

বগুড়ার কাহালু থেকে একনলা বন্দুক তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। সম্প্রতি এক কৃষকের দুই পায়ে গুলি করার ঘটনার তদন্ত করতে গিয়ে অস্ত্র তৈরির এসব সরঞ্জাম পায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাহালুর কলমা শিবা গ্রামের নিলু চন্দ্র (৪৫) ও তাঁর ছেলে সঞ্জিত চন্দ্র (২২)। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার সুদীপ (এসপি) কুমার চক্রবর্ত্তী জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাহালুর কলমা শিবা গ্রামে একরাম হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় একই এলাকার নিলু চন্দ্র ও তাঁর ছেলে সঞ্জিত চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নিলুর তথ্যমতে তাঁর বাড়ির শৌচাগার সংলগ্ন মাটির নিচ থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
উদ্ধার করা সরঞ্জামগুলো হলো— একনলা বন্দুক তৈরির ৫টি ব্যারেল, লোহার তৈরি রিকয়েলিং স্প্রিং ৩টি, ফায়ারিং পিন ৬টি, স্টিলের তৈরি বন্দুকের ট্রিগার ৬টি, একনলা বন্দুক তৈরির স্টিলের খাপ ৫টি, বিভিন্ন আকারের লোহার পাত ১৯টি, ব্যারেলের শেষ অংশ (লোহার তৈরি জং ধরা) ১টি, ৩টি লোহার রড, ড্রিল মেশিনে ব্যবহৃত ৪টি লোহার ফোলা, লোহার তৈরি হ্যামার ৬টি, হ্যামারের মাথায় লাগানো দণ্ড ও ৪টি স্টিলের পাত।
গত বৃহস্পতিবার রাত ২টার দিকে কাহালু উপজেলার কলমা শিব গ্রামে গুলিবিদ্ধ হন একরাম। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ একরাম (৩০) ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে একরাম বাড়ির পাশে দোকানে সিগারেট কিনতে বের হন। ওই সময় তাঁকে উদ্দেশ করে গুলি ছোড়া হয়। গুলি একরামের দুই পায়ের হাঁটুতে লাগে।
এ ঘটনায় একমাত্র এজাহার নামীয় আসামি একই গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে শামিম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গুলির কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে