নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আমেনা আবেদীনের পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছেলে সামিউল অর্ক।
বুধবার (১৪ আগস্ট) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অর্ক দাবি করেন, কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কারণে ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁর মাকে পদত্যাগে বাধ্য করেছেন।
অর্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় সদস্য। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মা দায়িত্বে থাকাকালীন মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেন। এর জেরে আমার মাকে পদত্যাগের ষড়যন্ত্র শুরু হয়। কলেজ ছাত্রদলের নেতা–কর্মীরা কোমলমতি শিক্ষার্থীদের আমার মায়ের বিপক্ষে লেলিয়ে দেয়। এরপর যখন শিক্ষার্থীরা বিষয়টি উপলব্ধি করে তখন সেই বিপথগামী যুবক স্থানীয় রাজনৈতিক নেতাদের এনে হুমকি ধামকি দেয়। সেই রাজনৈতিক নেতারা দুই ঘণ্টার আলটিমেটাম দেয়। পদত্যাগ না করলে পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেয়।’
তিনি আরও বলেন, ‘বিএনপি ও ছাত্রদলের হুমকির মুখে বাধ্য হয়ে আমার মা পদত্যাগ করেন। তবে এরপরও থেমে নেই তাদের হুমকি–ধামকি। মোবাইল ফোনে একাধিকবার অপরিচিত নম্বর থেকে কল দিয়ে আমার পরিবারকে হেনস্তা করা হচ্ছে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
তবে অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন স্বাক্ষরিত এ বিবৃতিতে অধ্যক্ষকে ‘অন্যায় জুলুমের তোষণকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের চাপে তিনি পদত্যাগ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আমেনা আবেদীনের পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছেলে সামিউল অর্ক।
বুধবার (১৪ আগস্ট) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অর্ক দাবি করেন, কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কারণে ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁর মাকে পদত্যাগে বাধ্য করেছেন।
অর্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় সদস্য। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মা দায়িত্বে থাকাকালীন মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেন। এর জেরে আমার মাকে পদত্যাগের ষড়যন্ত্র শুরু হয়। কলেজ ছাত্রদলের নেতা–কর্মীরা কোমলমতি শিক্ষার্থীদের আমার মায়ের বিপক্ষে লেলিয়ে দেয়। এরপর যখন শিক্ষার্থীরা বিষয়টি উপলব্ধি করে তখন সেই বিপথগামী যুবক স্থানীয় রাজনৈতিক নেতাদের এনে হুমকি ধামকি দেয়। সেই রাজনৈতিক নেতারা দুই ঘণ্টার আলটিমেটাম দেয়। পদত্যাগ না করলে পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেয়।’
তিনি আরও বলেন, ‘বিএনপি ও ছাত্রদলের হুমকির মুখে বাধ্য হয়ে আমার মা পদত্যাগ করেন। তবে এরপরও থেমে নেই তাদের হুমকি–ধামকি। মোবাইল ফোনে একাধিকবার অপরিচিত নম্বর থেকে কল দিয়ে আমার পরিবারকে হেনস্তা করা হচ্ছে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
তবে অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন স্বাক্ষরিত এ বিবৃতিতে অধ্যক্ষকে ‘অন্যায় জুলুমের তোষণকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের চাপে তিনি পদত্যাগ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
০১ জানুয়ারি ১৯৭০
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৪ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৮ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২১ মিনিট আগে