Ajker Patrika

গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, ১ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, ১ যাত্রী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ছাদ উড়ে গেছে। এতে আল শামীম (২৪) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল শামীম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে বাসের পুরো ছাদ উড়ে যায়। এ ঘটনায় বাসের যাত্রী আল শামীমসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আল শামীমের মৃত্যু হয়। ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ