Ajker Patrika

রাতে রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি 
শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ রাত সাড়ে ১০ টার দিকে মেয়েরা হল থেকে মিছিল নিয়ে বেড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

পরে রাত ১১ টার দিকে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা উপাচার্যের বাসভবনের গেইট ভাঙার চেষ্টা করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

এসময় তারা ‘দালালি না আজাদী, আজাদী আজাদী’, ‘এক-দুই, তিন-চার, পোষ্যকোটা নো মোর’, ‘আমার সোনার বাংলায় কোটা প্রথায় ঠাই নাই,’ ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে’, পোষ্য কোটা কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘এই প্রশাসন আমাদের রক্তের ওপর দিয়ে প্রশাসনে বসেছে। জুলাইয়ের এক বছর পর আমাদের আবারও কোটার জন্য রাজপথে নামতে হবে ভাবিনি। এই বাংলায় আর কোনো কোটার জায়গা হবে না।’

এর আগে আজ রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৬টি মেয়েদের আবাসিক হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা বের হয়ে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত